হোম > বিশ্ব > ইউরোপ

ফরাসি তারকা অ্যালেইন ডেলনের বাড়ি থেকে ৭২টি আগ্নেয়াস্ত্র জব্দ

ফরাসি চলচ্চিত্র তারকা অ্যালেইন ডেলনের ঘর থেকে ৭২টি আগ্নেয়াস্ত্র ও ৩০০০ হাজার রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে পুলিশ। প্যারিস থেকে প্রায় ১৩৫ কিলোমিটার (৮৪ মাইল) দক্ষিণে ডাউশি-মন্টকরবনে এই অভিনেতার বাড়িতে একটি শুটিং রেঞ্জও পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

আদালত থেকে এক কর্মকর্তাকে পাঠানো হয় অ্যালেইন ডেলনের বাড়িতে। সেখানে একটি বন্দুক তার চোখে পড়ে। এ ব্যাপারে বিচারপতিকে সতর্ক করেন সেই কর্মকর্তা। এরপর গত মঙ্গলবার ডেলনের বাড়িতে তল্লাশি চালানো হলে সেখানে পাওয়া যায় এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

কৌঁসুলিরা বলেছেন, আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি নেই অ্যালেইন ডেলনের।

৮৮ বছর বয়সী এই অভিনেতা ছিলেন ফরাসি সিনেমার স্বর্ণালি যুগের একজন তারকা। ‘দ্য সামুরাই’ এবং ‘বোর্সালিনোর’ মতো ব্যবসাসফল ছবিতে কঠিন ও শক্তিমান চরিত্রের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

সাম্প্রতিক সময়ে শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না এই তারকার। ২০১৯ সালে তার স্ট্রোক হয়েছিল। এরপর আরও একটি গুরুতর রোগে তিনি ভুগেছেন বলে জানিয়েছিল ফরাসি গণমাধ্যম। তবে তার সেই রোগের নাম বলা হয়নি।

অ্যালেইন ডেলনের পরিবার ভেঙে যাওয়ার খবরও ফ্রান্সে শিরোনাম হয়েছিল। তার তিন সন্তান গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন তাদের পারস্পরিক ক্ষোভের কথা। নানা অপমান, অভিযোগ, মামলা এবং গোপন রেকর্ডিং নিয়েও অনাকাঙ্ক্ষিতভাবে খবরের শিরোনাম হয়েছেন অ্যালেইন ডেলন।

এই তারকার চিকিৎসা নিয়েও হয়েছে মামলা। গত মাসে আদালত-অনুমোদিত একজন চিকিৎসক তাকে পরীক্ষা করেছিলেন। তবে সেই চিকিৎসকের সিদ্ধান্তের ব্যাপারে প্রশ্ন তুলেছেন ডেলনের সন্তানেরা।

গত বছর তার সন্তানেরা ডেলনের প্রাক্তন সহকারী হিরোমি রোলিনের বিরুদ্ধে অভিযোগ করেন। জাপানের এই চলচ্চিত্র প্রযোজনা সহকারীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ডেলনকে নৈতিক হয়রানির সঙ্গে জড়িত ছিলেন হিরোমি রোলিন। এ সময় হিরোমির আইনজীবী সব অভিযোগ অস্বীকার করেন।

অ্যালেইন ডেলনের সর্বশেষ প্রকাশ্য উপস্থিতি ছিল ২০১৯ সালে। তখন তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানসূচক পাম দ’অর গ্রহণ করেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে প্যারিসে তার বন্ধু এবং সহকর্মী জ্যঁ-পল বেলমন্দোর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন অ্যালেইন ডেলন।

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি