হোম > বিশ্ব > ইউরোপ

রুশ নৌবহরে ইউক্রেনের ড্রোন হামলায় যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত 

কৃষ্ণ সাগরে অবস্থিত রুশ নৌবহরে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরের নিকটে অবস্থিত ওই নৌবহরে হামলার বিষয়ে রাশিয়া জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবারের এই হামলায় অন্তত ৯টি ড্রোন ব্যবহার করা হয়েছিল। হামলায় একটি রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 
 
ইউক্রেনের হামলার বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন না করেই রাশিয়া এই হামলার সঙ্গে ইউক্রেনের সঙ্গে ব্রিটিশ সৈন্যরা জড়িত রয়েছে বলে অভিযোগ করেছে। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া অকারণে এসব মিথ্যা বলে যাচ্ছে। যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হলেও ইউক্রেন এখনো এই বিষয়ে কোনো তথ্য জানায়নি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে—স্থানীয় সময় আজ শনিবার ভোরে সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, ‘আজ ভোর সাড়ে ৪টা থেকে শুরু করে পরবর্তী কয়েক ঘণ্টা সেভাস্তোপোলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ড্রোন হামলা প্রতিহত করেছে। সব ইউএভি (আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল বা মানুষবিহীন আকাশযান) গুলি করে নামানো হয়েছে।’ 

এদিকে, মস্কো দাবি করেছে যে—তাদের সৈন্যরা ধীরে ধীরে পূর্ব ইউক্রেনের শহর বাখমুতের কাছাকাছি এগিয়ে গেছে। বাখমুত রাশিয়ার দখলে গেলে ইউক্রেনের সরবরাহ লাইনে বাধার সৃষ্টি হবে এবং রাশিয়ার সেনাদের ক্রামতোর্স্ক ও স্লোভিয়ানস্কের দিকে এগিয়ে যাওয়ার জন্য পথ খুলে দেবে। একই সঙ্গে এই শহরটি দোনেৎস্ক প্রদেশের মূল ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যূহ। এর আগে লুহানস্ক, খেরসন এবং জাপোরিজিয়া রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা হলেও বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়া যায়নি।

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে