হোম > বিশ্ব > ইউরোপ

সুইডেনের ন্যাটোর সদস্যপদ নিয়ে বেঁকে বসলেন এরদোয়ান 

সুইডেনকে ন্যাটো সদস্যপদ পেতে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ‘সুইডেনের আমাদের সমর্থন পাওয়ার প্রত্যাশা করা উচিত নয়।’ সম্প্রতি স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ ও কোরআন পোড়ানোর ঘটনায় এমন মন্তব্য করেন তিনি। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে আবেদন করে সুইডেন। তবে সাম্প্রতিক ইসলামবিদ্বেষী বিক্ষোভ জোটে সুইডেনের সদস্যপদ পাওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি করেছে।

তুরস্ক আগে থেকেই ন্যাটোর সদস্য হওয়ায় অন্য দেশকে জোটে যোগদানে বাধা দেওয়ার এখতিয়ার রাখে। সোমবার (২৩ জানুয়ারি) তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘ন্যাটোর সদস্যপদের জন্য সুইডেনের আমাদের সমর্থন পাওয়ার আশা করা উচিত হবে না। যারা আমাদের দূতাবাসের সামনে ওই ধরনের অসম্মানজনক কাজ করেছে, তারা কোনো ধরনের সহায়তা পাবে না।’

বিক্ষোভের অনুমতি দেওয়ায় সুইডিশ সরকারের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য দাবি করে এরদোয়ান বলেন, কোনো ধর্মীয় বিশ্বাসকে অপমান করার অধিকার কারও নেই।

রাজধানী স্টকহোমে গত শনিবার উগ্রপন্থী সুইডিশ রাজনীতিবিদ রাসমুস পালুদানকে তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ করার অনুমতি দেয় সুইডেন। আর সেখানেই বিক্ষোভের নামে কোরআন পোড়ান উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদান। এর আগে গত বছরের এপ্রিলে মুসলিমদের পবিত্র রমজান মাসে পালুদানের কোরআন পোড়ানোর ঘোষণায় সুইডেনজুড়ে দাঙ্গার সৃষ্টি হয়েছিল।

শনিবার পালুদান একটি লাইটার দিয়ে ধর্মীয় গ্রন্থ আল কোরআনে আগুন ধরিয়ে দেন। এর আগে তিনি সুইডেনে ইসলাম ও অভিবাসনের সমালোচনা করে বক্তৃতা করেন। এ সময় পুলিশ তাঁকে ঘিরে রাখে। এ ঘটনার প্রতিবাদে তুরস্কের ইস্তাম্বুলে সুইডেন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন অনেকে। এ সময় রাসমুস পালুদানের ছবি পোড়ান বিক্ষোভকারীরা।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট