হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার হামলায় ইউক্রেন এযাবৎ ৩১ হাজার সেনা হারিয়েছে

রাশিয়ার পূর্ণাঙ্গ অভিযান শুরুর পর গত দুই বছরে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (২৫ ফেব্রুয়ারি) এক বছরেরও বেশি সময় পর প্রথমবার নিহতের সরকারি হিসাব প্রকাশ করেছেন তিনি।

কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, তিনি আহতদের সংখ্যা প্রকাশ করতে চান না কারণ এতে রাশিয়ার সামরিক পরিকল্পনা সহজ হবে।

তিনি বলেন, ‘এই যুদ্ধে ৩১ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। তিন লাখ নয় বা দেড় লাখ নয়...পুতিন ওখানে মিথ্যা কথা বলছেন...কিন্তু তা সত্ত্বেও এটা আমাদের জন্য বড় ক্ষতি।’

২০২২ সালের শেষ নাগাদের পর থেকে ইউক্রেন সরকার নিজেদের সামরিক ক্ষয়–ক্ষতি প্রকাশ করেনি। তখন প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলাইক জানিয়েছিলেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়া পর থেকে ১৩ হাজার ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে।

রাশিয়া কখনো তাদের সেনা নিহতের সংখ্যা প্রকাশ করে না। এটিকে গোপন তথ্য হিসেবেই রক্ষা করে দেশটি।

গত শনিবার রাশিয়া–ইউক্রেন যুদ্ধ দুই বছর পেরিয়ে তৃতীয় বছরে পড়েছে। কিন্তু বিগত দুই বছরে রণক্ষেত্রে ইউক্রেন তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি। দেশটির এক–পঞ্চমাংশ দখল করে নিয়েছে রাশিয়া। দুই বছর শেষে ইউক্রেন এখন ধুঁকছে অর্থ ও অস্ত্র সংকটে।

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি