হোম > বিশ্ব > ইউরোপ

৫০ শতাংশ মানুষ টিকা পেলে শিথিল হতে পারে সিডনির লকডাউন

৫০ শতাংশ মানুষ টিকা নিলে শিথিল হতে পারে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের লকডাউন। আজ মঙ্গলবার নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।

নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল একটি রাজ্য। এই রাজ্যেই অবস্থিত সিডনি শহর। যেখানে বাস করেন প্রায় ৫০ লাখ মানুষ। বিশ্লেষকেরা বলছেন, নিউ সাউথ ওয়েলস রাজ্যের লকডাউন শিথিল হলে সেটি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকারের জন্য ইতিবাচক হবে,। কারণ অস্ট্রেলিয়ার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম ধীর গতির হওয়ায় বিতর্কিত হয়েছে স্কট মরিসনের সরকার।

জানা গেছে, অস্ট্রেলিয়ার অর্থনীতিতে নিউ সাউথ ওয়েলস প্রায় ১ দশমিক ৪৭ ট্রিলিয়ন ডলার অবদান রাখে। তবে ডেলটা ভ্যারিয়েন্টের কারণে সম্প্রতি রাজ্যটিতে করোনার সংক্রমণ  বেড়েছে। গত একদিনে নতুন করে ১৯৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত সপ্তাহে এই রাজ্যে ২৩৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। যা গত ১৬ মাসের মধ্যে ছিল সর্বোচ্চ।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান সাংবাদিকদের বলেছেন, ৬০ লাখ ভ্যাকসিন দিয়ে অর্ধেক জনসংখ্যাকে কমপক্ষে একটি অথবা দুই ডোজ ভ্যাকসিন দেওয়া যাবে।

নিউ সাউথ ওয়েলসে কত মানুষ এখন পর্যন্ত টিকা পেয়েছেন তা বেরেজিক্লিয়ান জানাননি। কিন্তু তিনি জানিয়েছেন, টিকার লক্ষ্য পূরণের পথে রয়েছে রাজ্যটি। 

বিশ্বের অন্যান্য দেশের অস্ট্রেলিয়ায় কম করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় মৃত্যুও বিশ্বের অন্যান্য দেশের চেয়ে কম। 

অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ৩৪ হাজার ৫০০ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯২৫ জন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, এই বছরের শেষ দিকে ৭০ শতাংশ অস্ট্রেলিয়ার মানুষ টিকা পাবে। 

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের আটটি কাউন্সিলের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে প্রশাসন। ২৫ জুন মধ্যরাত থেকে শুরু হওয়া লকডাউন আগামী ২৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড