হোম > বিশ্ব > ইউরোপ

সেরামে উৎপাদিত অক্সফোর্ডের টিকায় ভ্রমণ পাস দেবে না ইউরোপীয় ইউনিয়ন

ঢাকা: আগামী ১ জুলাই থেকে ‘ভ্যাকসিন পাসপোর্ট’ চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এটিকে বলা হচ্ছে ‘ডিজিটাল গ্রিন সার্টিফিকেট’। অর্থাৎ যাঁরা কোভিড টিকার পূর্ণ ডোজ নিয়েছেন তাঁরা বিনাবাধায় জোটভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন।

তবে সব টিকার ক্ষেত্রে এ বিধি প্রযোজ্য হবে না। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা কোভিশিল্ড নিলে গ্রিন পাসপোর্ট দেবে না ইউরোপীয় ইউনিয়ন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রিন সার্টিফিকেট বর্তমানে শুধু ইউরোপীয় মেডিসিন এজেন্সির (ইএমএ) অনুমোদিত টিকার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইএমএর অনুমোদিত টিকাগুলো হলো–মডার্না, ভ্যাক্সজেভরিয়া (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা), জ্যানসেন (জনসন অ্যান্ড জনসন), কমিরনাটি (ফাইজার)।

আশ্চর্যের বিষয় হলো–ভ্যাক্সজেভরিয়া এবং কোভিশিল্প উভয়ই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার দুটি সংস্করণ হলেও ইইউ শুধু প্রথমটির অনুমোদন দিয়েছে। ভ্যাক্সজেভরিয়া সংস্করণটি যুক্তরাজ্য এবং ইউরোপের অন্য কয়েকটি দেশে উৎপাদিত হচ্ছে। সেরামের উৎপাদিন কোভিশিল্ডের এখনো অনুমোদন দেয়নি ইএমএ।

যদিও এর আগে ইইউ থেকে বলা হয়েছিল, সদস্য দেশগুলো যে কোনো টিকার ক্ষেত্রেই ভ্রমণ সনদ (ভ্যাকসিন পাসপোর্ট) ইস্যু করতে পারবে। কিন্তু সর্বশেষ সিদ্ধান্তে মনে হচ্ছে, বিষয়টি ইইউ জুড়ে যেসব টিকা বিপণনের অনুমতি পেয়েছে শুধু সেগুলোর ক্ষেত্রেই এই ভ্রমণ সনদ ইস্যু করা হবে।

স্পেন, জার্মানি এবং গ্রিস সহ ইইউ–এর বেশ কয়েকটি সদস্য দেশ এরই মধ্যে ভ্যাকসিন পাসপোর্ট ব্যবহার করতে শুরু করেছে। জোটের অন্য দেশগুলো আগামী ১ জুলাই থেকে এক যোগে এই পাসপোর্ট ইস্যু করার ঘোষণা দিয়েছে।

কোভিশিল্ডের ক্ষেত্রে ইইউ–এর ভ্যাকসিন পাসপোর্ট না দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনেওয়ালা বলেছেন, তাঁর কোম্পানি বিষয়টি সমাধার চেষ্টা করছে।

ভারতের বিপুল সংখ্যক মানুষ সেরামের উৎপাদিত কোভিশিল্ডের টিকা পেয়েছেন। দেশটিতে এরই মধ্যে ৩২ কোটি ডোজ কোভিশিল্ড টিকা প্রয়োগ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশসহ ভারতের প্রতিবেশী দেশগুলোও এই টিকা দিয়েই তাদের টিকাদান কার্যক্রম শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার অনুমোদন দিয়েছে। টিকার সুষম বণ্টনের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সেও এ টিকা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর মধ্যে ডেলটা এবং ডেলটা প্লাস সংক্রমণে জেরবার অবস্থা ভারতের। অনেক দেশ ভারতীয়দের প্রবেশে নিষেধ করেছে। করোনার এই দুটি ধরনই ভারতে প্রথম শনাক্ত হয়।

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে