হোম > বিশ্ব > ইউরোপ

বন্যার পর এবার ঝড়ে লন্ডভন্ড নিউজিল্যান্ড

ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েলের’ আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চল। হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। মাত্রই এক সপ্তাহ আগে নিউজিল্যান্ডের অকল্যান্ডের এই অঞ্চল ব্যাপক বন্যার কবলে পড়েছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস জরুরি আবহাওয়া সতর্কতা জারি করেছে। করোমন্ডেল শহরের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলেছে, আগামীকাল সোমবারও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

এদিকে অকল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা বিভাগের ডেপুটি কন্ট্রোলার র‍্যাচেল কেলেহার বলেছেন, আমরা এই বৈরী ও বিধ্বংসী আবহাওয়া সম্পর্কে সতর্ক রয়েছি। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর দ্বীপের পশ্চিম প্রান্তে আজ রোববার সকাল থেকে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

অন্যদিকে বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার নরফোক দ্বীপে গতকাল রাতভর ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল তাণ্ডব চালিয়েছে। সেখানে ঝড়কবলিত মানুষের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। যাঁরা বাড়িতে আটকা পড়ে আছেন, তাঁদের জন্য আগামী তিন দিনের খাদ্য সরবরাহ করতে বলা হয়েছে। এ ছাড়া বন্যার কবল থেকে ঘরবাড়ি রক্ষার জন্য বালুর হাজার হাজার ব্যাগ বিতরণ করা হয়েছে।

নরফোক দ্বীপটি নিউ ক্যালেডোনিয়া ও নিউজিল্যান্ডের কাছে প্রশান্ত মহাসাগরে মধ্যে মাত্র ৩৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে। নরফোক আইল্যান্ড কর্তৃপক্ষ বলেছে, সেখানে ঝড়ে উপড়ে পড়া গাছগুলোকে রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে। বিদ্যুদ্ব্যাবস্থা পুনরুদ্ধারের কাজ চলছে। তবে কিছুটা সময় লাগতে পারে। 

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, ‘সারা দেশের মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনারা আবহাওয়ার সতর্কতাকে গুরুত্বের সঙ্গে নিন। বিপর্যয়ের আগে কোথায় আশ্রয় নিতে হবে, তা জানুন।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড