হোম > বিশ্ব > ইউরোপ

তুরস্কে ১৩ দিন পর সন্তানসহ স্বামী–স্ত্রীকে উদ্ধার, হাসপাতালে একজনের মৃত্যু

তুরস্কে ভূমিকম্পের ১৩ দিন পর আজ শনিবার এক দম্পতি ও তাঁদের ১৪ বছর বয়সী সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সামির–রাগদা নামের ওই দম্পতিকে উদ্ধারের পর তাঁদের হাসপাতালে নেওয়ার ভিডিও তুরস্কের একটি টিভি চ্যানেল সম্প্রচার করেছে। 

ওই ভিডিও ফুটেজে দেখা যায়, স্ট্রেচারে করে তিনজনকে বের করে আনা হচ্ছে। সেখানে অপেক্ষায় ছিল একটি অ্যাম্বুলেন্স। তবে চ্যানেলটি এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তুর্কি টেলিভিশন চ্যানেল এনটিভির এক সাংবাদিক পরে প্রতিবেদনে বলেছেন, উদ্ধার করা দম্পতির সন্তানটি হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে। 

সামির–রাগদা দম্পতি তুরস্কের হাতায়া প্রদেশের আনতাকিয়া জেলার বাসিন্দা। গত ৬ ফেব্রুয়ারি এ প্রদেশে অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তাঁরা প্রায় ২৯৬ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিলেন। তবে প্রায় দুই সপ্তাহ তাঁরা কীভাবে বেঁচে ছিলেন সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। 

উদ্ধারকর্মীরা হিমশীতল আবহাওয়ার মধ্যে এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। তবে গত কয়েক দিনে জীবিত উদ্ধারের ঘটনা একেবারে কমে এসেছে। গতকাল শুক্রবার তুর্কি উদ্ধারকারীরা ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করে। এর কয়েক ঘণ্টা পরে ধ্বংসস্তূপ থেকে ১৪ বছর বয়সী এক কিশোরসহ সামির–রাগদা দম্পতি উদ্ধার হন। 

গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় এ পর্যন্ত ৪৪ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। লাখো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। 

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ