হোম > বিশ্ব > ইউরোপ

তুরস্কে ১৩ দিন পর সন্তানসহ স্বামী–স্ত্রীকে উদ্ধার, হাসপাতালে একজনের মৃত্যু

তুরস্কে ভূমিকম্পের ১৩ দিন পর আজ শনিবার এক দম্পতি ও তাঁদের ১৪ বছর বয়সী সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সামির–রাগদা নামের ওই দম্পতিকে উদ্ধারের পর তাঁদের হাসপাতালে নেওয়ার ভিডিও তুরস্কের একটি টিভি চ্যানেল সম্প্রচার করেছে। 

ওই ভিডিও ফুটেজে দেখা যায়, স্ট্রেচারে করে তিনজনকে বের করে আনা হচ্ছে। সেখানে অপেক্ষায় ছিল একটি অ্যাম্বুলেন্স। তবে চ্যানেলটি এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তুর্কি টেলিভিশন চ্যানেল এনটিভির এক সাংবাদিক পরে প্রতিবেদনে বলেছেন, উদ্ধার করা দম্পতির সন্তানটি হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে। 

সামির–রাগদা দম্পতি তুরস্কের হাতায়া প্রদেশের আনতাকিয়া জেলার বাসিন্দা। গত ৬ ফেব্রুয়ারি এ প্রদেশে অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তাঁরা প্রায় ২৯৬ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিলেন। তবে প্রায় দুই সপ্তাহ তাঁরা কীভাবে বেঁচে ছিলেন সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। 

উদ্ধারকর্মীরা হিমশীতল আবহাওয়ার মধ্যে এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। তবে গত কয়েক দিনে জীবিত উদ্ধারের ঘটনা একেবারে কমে এসেছে। গতকাল শুক্রবার তুর্কি উদ্ধারকারীরা ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করে। এর কয়েক ঘণ্টা পরে ধ্বংসস্তূপ থেকে ১৪ বছর বয়সী এক কিশোরসহ সামির–রাগদা দম্পতি উদ্ধার হন। 

গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় এ পর্যন্ত ৪৪ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। লাখো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট