হোম > বিশ্ব > ইউরোপ

চার্লসের দিকে ডিম ছুড়ে শিক্ষার্থী বললেন, তিনি আমার রাজা নন 

রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার দিকে ডিম ছুড়ে মারার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার যুক্তরাজ্যের ইয়র্ক শহরে সফরের সময় এমন ঘটনা ঘটেছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।

রাজা চার্লস ও ক্যামিলাকে অভ্যর্থনা জানাতে শহরের রাজকীয় প্রবেশদ্বার মিকেলগেট বারে ভিড় করে স্থানীয়রা। এ সময় ঘটনাটি ঘটে। পরে পুলিশ ওই বিক্ষোভকারীকে আটক করে।

আটক ওই ব্যক্তি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর বয়স ২৩ বছর। তাঁদের লক্ষ্য করে পাঁচটি ডিম ছোড়েন ওই শিক্ষার্থী। জানিয়েছে বিবিসি। পাঁচটি ডিম ছুড়লেও একটিও রাজা চার্লস ও কুইন কনসর্টের শরীরে লাগেনি।

বিবিসির খবরে বলা হযেছে, ২৩ বছর বয়সী ওই যুবককে ডিম ছোড়ার সময় চিৎকার করতে শোনা যায়। তিনি চিৎকার করে বলেন, ‘এই দেশ দাসদের রক্তে তৈরি। তিনি আমার রাজা নন।’

এ সময় অভ্যর্থনা অনুষ্ঠানে থাকা কয়েকজন চিৎকার করে বলেন, ‘রাজাকে সৃষ্টিকর্তা রক্ষা করুক’। আবার অনেকে ‘নিপাত যাও’ বলেও চিৎকার করে ওঠেন।

এমন অবস্থায়ও সেখানে থাকা জনগণকে শুভেচ্ছা জানাতে থাকেন রাজা চার্লস ও কুইন কনসর্ট। স্থানীয় নেতাদের সঙ্গে করমর্দনও করেন। ক্যামিলাকে কিছুটা অপ্রস্তুত দেখালেও পরে নিজেকে সামলে নেন।

প্রসঙ্গত, ইয়র্ক শহরে চার্লস ও ক্যামিলার বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা সেখানে গিয়েছিলেন।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন