হোম > বিশ্ব > ইউরোপ

আফগানিস্তানে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

আফগানিস্তান মিশনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। গতকাল শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ উজবেকিস্তানে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন। ওই সংবাদ সম্মেলনে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিও উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যন্ত ইতিবাচক রঙে বিদেশি সেনা হ্রাসের চেষ্টা করেছে হোয়াইট হাউস। কিন্তু সবাই বুঝতে পেরেছে যে, মার্কিন মিশন ব্যর্থ হয়েছে। এর আগে লাভরভ আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতির জন্য মার্কিন ও ন্যাটো সেনাদের ‘তাড়াহুড়ো প্রত্যাহারকে’ দায়ী করেছিলেন। পাশাপাশি প্রতিবেশীদের মাঝে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার বিষয়েও সতর্ক করে দিয়েছিলেন। 

রাশিয়ার বার্তা সংস্থাকে লাভরভ বলেছেন, আমরা সম্প্রতি দুর্ভাগ্যজনকভাবে আফগানিস্তানে দ্রুত অবনতিশীল পরিস্থিতি দেখছি। যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটের সৈন্যদের তাড়াহুড়ো প্রত্যাহারে দেশটিতে রাজনৈতিক এবং সামরিক পরিস্থিতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। 

গত সপ্তাহের তালেবানের একটি প্রতিনিধি দলের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন রাশিয়ার কর্মকর্তারা। ওই বৈঠকে আফগানিস্তানের প্রায় ৮৫ শতাংশ এলাকা দখলে নেওয়ার দাবি করেছে এই গোষ্ঠী। তালেবানের অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে মস্কো। 

বিদেশি সৈন্য প্রত্যাহার শেষের দিকে থাকায় আফগানিস্তানের তালেবান যোদ্ধারা একের পর এক আক্রমণ চালিয়ে দেশটির শত শত জেলা ও সীমান্ত শহর দখল করেছে। পাশাপাশি  প্রাদেশিক রাজধানীগুলো ঘেরাও করে তুমুল লড়াই শুরু করেছে।   
 

 

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড