হোম > বিশ্ব > ইউরোপ

আফগান আলোচনার আয়োজক হচ্ছে রাশিয়া

আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক আলোচনা আয়োজন করার ঘোষণা দিয়েছে রাশিয়া। আগামী ২০ অক্টোবর এ আলোচনা অনুষ্ঠিত হবে। দেশটির আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি জমির কাবুলভ বৃহস্পতিবার এ ঘোষণা দেন। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে গত মার্চেও একই ধরনের একটি আলোচনার আয়োজন করেছিল মস্কো, যাতে আবদুল গনি বেরাদারের নেতৃত্বে তালেবানের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছিল। অংশগ্রহণকারীদের মধ্যে আরও ছিলেন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং আফগান পুনর্গঠন কাউন্সিলের (এএইচসিএনআর) চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ। 
 
আলোচনার পর রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তান এক যৌথ বিবৃতি দিয়েছিল। বিবৃতিতে সহিংসতা পরিহার করে আশরাফ গনি সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে বলা হয়েছিল। এএইচসিএনআরের প্রতিনিধিদের সঙ্গে তালেবান এসব বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু এরপর ধীরে ধীরে প্রত্যন্ত অঞ্চল এবং প্রদেশ দখলে নিয়ে আগস্টের ১৫ তারিখ কাবুল দখলে নেয় তালেবান। আর আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যায়। 
 
উল্লেখ্য, আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ পুরোনো এবং জটিল। ১৯৭৯-৮৯ সালের নয় বছরের যুদ্ধে সোভিয়েত সেনারা দেশটির ডানপন্থীদের বিরুদ্ধে অবিরাম অভিযান পরিচালনা করে। তখন তালেবানের জন্ম না হলেও মস্কো যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলে তাদের থেকেই পরবর্তীতে তালেবানের জন্ম হয়। অর্থাৎ তালেবানের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক শত্রুতা থাকলেও বর্তমান পরিস্থিতি অনেক ভিন্ন। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চলে যাওয়ার পর যে কয়টা দেশ কাবুলে দূতাবাস চালু রেখেছে রাশিয়া তাদের মধ্যে অন্যতম। কাবুলে যে এক ধরনের নেতৃত্ব শূন্যতা চলে তার সুফল তুলতে চাইছে রাশিয়া।

এ জন্য আফগানিস্তানের পার্শ্ববর্তী তাজিকিস্তানকে ব্যবহার করছে মস্কো। সাবেক সোভিয়েত রাশিয়ার অংশ তাজিকিস্তানে রয়েছে রাশিয়ার সবচেয়ে বড় বৈদেশিক সামরিক ঘাঁটি। আফগান সীমান্তের পাশে তারা সম্প্রতি যৌথ সামরিক মহড়াও করেছে। পাঞ্জশিরের পলাতক নেতাদের আশ্রয় দিয়েছে তাজিকিস্তান। এসব বিষয় দিয়ে কাবুলের ওপর আধিপত্য বিস্তার করছে মস্কো।

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত