হোম > বিশ্ব > ইউরোপ

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত ৯৬

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে যাওয়া একটি নৌকা ডুবে অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জীবিত উদ্ধার করা গেছে চারজনকে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছি বার্তা সংস্থা এএফপি। 

এএফপি জানিয়েছে, আলেগ্রিয়া-১ নামের একটি বাণিজ্যিক ট্যাঙ্কারকে গত শনিবার ভূমধ্যসাগরে ভেসে থাকতে দেখা যায়। সেখান থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

এমএসএফ এক টুইটার পোস্টে লিখেছে, জীবিত চার ব্যক্তি আমাদের বলেছেন যে তারা প্রায় এক শ মানুষের সঙ্গে একটি নৌকায় চার দিন ধরে ভূমধ্যসাগরে ভাসছিলেন। 

উদ্ধার হওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা ও যত্নের প্রয়োজন বলে জানিয়েছে এমএসএফ। সংস্থাটি বলেছে, বেঁচে থাকা কাউকে এমন জায়গায় ফিরিয়ে দেওয়া উচিত নয় যেখানে তারা আটক, অপব্যবহার এবং দুর্ব্যবহারের সম্মুখীন হয়। লিবিয়া কোনো নিরাপদ জায়গা নয়। 

গত এক দশক ধরে এশিয়া ও আফ্রিকার অভিবাসীদের জন্য ইউরোপে পৌঁছার মূল কেন্দ্রস্থল হয়ে উঠেছে লিবিয়া। অভিবাসীরা প্রথমে লিবিয়ায় জড়ো হন, তারপর ছোট ছোট নৌকায় চেপে ভয়াবহ এক যাত্রার মাধ্যমে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে চেষ্টা করেন। মাঝে মাঝেই নৌকাগুলো মাঝ সমুদ্রে ডুবে যায়। 

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানিয়েছে, এ বছর এ পর্যন্ত ভূমধ্যসাগরে ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। গত বছর এভাবে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যু হয়েছিল ২ হাজার ৪৮ জনের। 

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি