হোম > বিশ্ব > ইউরোপ

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত ৯৬

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে যাওয়া একটি নৌকা ডুবে অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জীবিত উদ্ধার করা গেছে চারজনকে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছি বার্তা সংস্থা এএফপি। 

এএফপি জানিয়েছে, আলেগ্রিয়া-১ নামের একটি বাণিজ্যিক ট্যাঙ্কারকে গত শনিবার ভূমধ্যসাগরে ভেসে থাকতে দেখা যায়। সেখান থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

এমএসএফ এক টুইটার পোস্টে লিখেছে, জীবিত চার ব্যক্তি আমাদের বলেছেন যে তারা প্রায় এক শ মানুষের সঙ্গে একটি নৌকায় চার দিন ধরে ভূমধ্যসাগরে ভাসছিলেন। 

উদ্ধার হওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা ও যত্নের প্রয়োজন বলে জানিয়েছে এমএসএফ। সংস্থাটি বলেছে, বেঁচে থাকা কাউকে এমন জায়গায় ফিরিয়ে দেওয়া উচিত নয় যেখানে তারা আটক, অপব্যবহার এবং দুর্ব্যবহারের সম্মুখীন হয়। লিবিয়া কোনো নিরাপদ জায়গা নয়। 

গত এক দশক ধরে এশিয়া ও আফ্রিকার অভিবাসীদের জন্য ইউরোপে পৌঁছার মূল কেন্দ্রস্থল হয়ে উঠেছে লিবিয়া। অভিবাসীরা প্রথমে লিবিয়ায় জড়ো হন, তারপর ছোট ছোট নৌকায় চেপে ভয়াবহ এক যাত্রার মাধ্যমে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে চেষ্টা করেন। মাঝে মাঝেই নৌকাগুলো মাঝ সমুদ্রে ডুবে যায়। 

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানিয়েছে, এ বছর এ পর্যন্ত ভূমধ্যসাগরে ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। গত বছর এভাবে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যু হয়েছিল ২ হাজার ৪৮ জনের। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট