হোম > বিশ্ব > ইউরোপ

ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে সাবেক পররাষ্ট্রমন্ত্রী 

ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। সদ্য বিদায়ী অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংয়ের স্থলাভিষিক্ত হবেন তিনি। কোয়ার্টেংয়ের বিদায়ের কয়েক ঘণ্টার মধ্যেই দায়িত্ব পেলেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস জেরেমি হান্টকে দেশটির নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

৫৫ বছর বয়সী সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার ছিলেন। এর আগে দলীয় নেতা নির্বাচনের সময় ২০১৯ সালে তিনি বরিস জনসনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। সেসময় দ্বিতীয় স্থানেই ছিলেন এই নেতা। বিশ্লেষকদের ধারণা, জেরেমি হান্ট বরিস জনসনের চেয়ে আরও সচেতন এবং কম বিতর্কিতভাবে শাসনক্ষমতা চালিয়ে নিতে সক্ষম।

বিগত দুই বছরে বিশেষ করে করোনা মহামারির সময়ে জেরেমি হান্ট দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশটির করোনা মহামারি পরিস্থিতি ভালোভাবেই সামলেছেন। এমনকি, এ বছরের শুরুতে তিনি বলেছিলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা তাঁর এখনো ফুরিয়ে যায়নি। তাঁর আকাঙ্ক্ষার দিকে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি।

উল্লেখ্য, আজই বরখাস্ত করা হয় যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কোয়াসি কোয়ার্টেং গতকাল বৃহস্পতিবারই বলেছিলেন যে, তিনি সরকারের বিতর্কিত অর্থনৈতিক পরিকল্পনার কারণে বাজারে অস্থিরতা দেখা দেওয়া সত্ত্বেও ‘কোথাও যাচ্ছেন না’। অথচ কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। কোয়ার্টেং নিজেও তাঁর টুইটার অ্যাকাউন্টে তাঁর দায়িত্ব চ্যুতির বিষয়টি পরিষ্কার করে একটি টুইট শেয়ার করেন।

বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা চমৎকার

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন

৪ লাখ রুশ হতাহতের দাবি ইউক্রেনের, ৬৬৪০ বর্গকিমি দখলের দাবি রাশিয়ার

সুইজারল্যান্ডের বারে আগুনে মৃত্যু ৪০, দুর্ঘটনার কারণ শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাজি

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন