হোম > বিশ্ব > ইউরোপ

বার্লিনে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ১

জার্মানির রাজধানী বার্লিনে এক সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১২ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বার্লিন পুলিশ। বার্লিনের জনাকীর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিলে এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২৯ বছরের ওই যুবক বার্লিনের পর্যটন এলাকা হিসেবে খ্যাত ওই এলাকায় ফুটপাতে দুইবার গাড়ি চালিয়ে দেন। সে সময় ঘটনাস্থলে বেশ কয়েকজন মানুষ ছিল। ওই সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা ওই গাড়িচালককে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেছে। 

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি জার্মান বংশোদ্ভূত মার্কিন নাগরিক। দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ‘কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনই কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।’ পুলিশ আরও জানিয়েছে, তাঁরা এখনো নিশ্চিত নন যে—দুর্ঘটনাটি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত।

স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, ওই দুর্ঘটনায় ১২ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন মৃত্যুর মুখোমুখি অবস্থানে এবং ৩ জনের অবস্থা গুরুতর। 

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা