হোম > বিশ্ব > ইউরোপ

বার্লিনে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ১

জার্মানির রাজধানী বার্লিনে এক সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১২ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বার্লিন পুলিশ। বার্লিনের জনাকীর্ণ রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিলে এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২৯ বছরের ওই যুবক বার্লিনের পর্যটন এলাকা হিসেবে খ্যাত ওই এলাকায় ফুটপাতে দুইবার গাড়ি চালিয়ে দেন। সে সময় ঘটনাস্থলে বেশ কয়েকজন মানুষ ছিল। ওই সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা ওই গাড়িচালককে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেছে। 

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি জার্মান বংশোদ্ভূত মার্কিন নাগরিক। দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ‘কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনই কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।’ পুলিশ আরও জানিয়েছে, তাঁরা এখনো নিশ্চিত নন যে—দুর্ঘটনাটি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত।

স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, ওই দুর্ঘটনায় ১২ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন মৃত্যুর মুখোমুখি অবস্থানে এবং ৩ জনের অবস্থা গুরুতর। 

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ