হোম > বিশ্ব > ইউরোপ

শিগগিরই ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো) যোগ দিতে প্রস্তুত নরডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড ও সুইডেন। আসন্ন গ্রীষ্মের শুরুতে এই দেশ দুটি ন্যাটোতে যোগ দিতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সোমবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমসের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। 

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস জানিয়েছে—ফিনল্যান্ড ও সুইডেন গ্রীষ্মের শুরুতে ন্যাটোতে যোগদানের জন্য প্রস্তুত। এর পেছনে ওই কর্মকর্তারা রাশিয়া ‘বিশাল এক কৌশলগত ভুল’কে দায়ী করেছেন। 

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরও বলেছেন, গত সপ্তাহে সুইডেন ও ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে উভয় দেশের ন্যাটো সদস্যপদ নিয়ে বেশ কয়েক দফা আলোচনা ও একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

এদিকে, ন্যাটোভুক্ত দেশগুলোর সীমান্তে সামরিক উপস্থিতি স্থায়ী করার পরিকল্পনা নিয়ে কাজ করছে ন্যাটো। বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোটটির মহাসচিব জেনস স্টলটেনবার্গ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। 

টেলিগ্রাফকে দেওয়া ওই সাক্ষাৎকারে জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, ভবিষ্যৎ রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্যই ন্যাটোভুক্ত দেশগুলোর সীমান্তে স্থায়ী সামরিক উপস্থিতির পরিকল্পনা নিয়ে কাজ করছেন তাঁরা। 

স্টলটেনবার্গ বলেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে ন্যাটো বর্তমানে একটি মৌলিক রূপান্তরের মাঝামাঝি পর্যায়ে অবস্থান করছে। এবং এই নতুন বাস্তবতা ইউরোপের নিরাপত্তার জন্য একটি স্বাভাবিক বিষয়। তাই, আমরা আমাদের সামরিক কমান্ডারদের ন্যাটোকে আরও সক্ষম করে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রদান করতে বলেছি।’ 

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড