হোম > বিশ্ব > ইউরোপ

ইউটিউব ব্যবহার বন্ধের হুমকি রাশিয়ার

অনলাইনভিত্তিক ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ব্যবহার বন্ধের হুমকি দিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জার্মান ভাষার বেশ কয়েকটি চ্যানেল ডিলিট করে দেওয়ার পর রুশ সরকারের পক্ষ থেকে এই হুমকি দেওয়া হয়। 

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইউটিউব জার্মান সরকারের সহায়তা নিয়ে এমনটি করেছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

 ইউটিউবের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বলা হয়েছে, রাশিয়ার চ্যানেলগুলো করোনার ভুল তথ্য নীতি লঙ্ঘন করেছে। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই ঘটনাকে অভূতপূর্ব তথ্য আগ্রাসন বলে আখ্যায়িত করেছেন।

রুশ যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাদজোর পক্ষ থেকে বলা হয়, এই নিষেধাজ্ঞা তুলে নিতে তাঁরা গুগলের কাছে লিখেছে। এ নিয়ে সহযোগিতা না করলে রাশিয়ায় ইউটিউবের ব্যবহার বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছে রোসকোমনাদজোর। 

এ নিয়ে গুগলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার আইনের সঙ্গে মানিয়ে চলতে ইউটিউবকে বাধ্য করা হবে। 

এদিকে জার্মান মিডিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চিন্তা করে ইউটিউব রুশ চ্যানেল বন্ধ করে দিয়েছে বলে মনে করে না জার্মানির সরকার। 

জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সেইবার্ত সাংবাদিকদেড় বলেন, এটি ইউটিউবের সিদ্ধান্ত। নিয়ম মেনে তারা সিদ্ধান্ত নিয়েছে। জার্মানির সরকার এই সিদ্ধান্ত নেয়নি। 

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন

৪ লাখ রুশ হতাহতের দাবি ইউক্রেনের, ৬৬৪০ বর্গকিমি দখলের দাবি রাশিয়ার

সুইজারল্যান্ডের বারে আগুনে মৃত্যু ৪০, দুর্ঘটনার কারণ শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাজি

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট