হোম > বিশ্ব > ইউরোপ

বেলজিয়ামে কোভিড-১৯ বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে পুলিশের জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ 

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কোভিড-১৯ এর বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। প্রায় ৫০ হাজার মানুষ বিক্ষোভে সমবেত হয়েছিলেন। জমায়েত ছত্রখান করতে জল কামান ও টিয়ার শেল ব্যবহার করে ব্রাসেলস পুলিশ। ব্রাসেলসে অবস্থিত ইউরোপীয় কমিশনের কার্যালয়ের নিকটস্থ এলাকায় এই বিক্ষোভ সংঘটিত হয়। 

যদিও বেলজিয়ামের সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত শুক্রবার ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অপেক্ষাকৃত সহজ বিধিনিষেধ জারি করে। নিষেধাজ্ঞায় সরকার উল্লেখ করে সিনেমা, বার কিংবা অন্যান্য জনপরিসরে যেতে হলে বুস্টার ডোজ ও কোভিড-১৯ পাস নিতে হবে চলাফেরা করার জন্য। 
 
তবে প্রতিবাতকারীরা এই বাধ্যতামূলক আইনের বিরুদ্ধাচরণ করে ব্রাসেলসের ইউরোপীয় কমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। 

এর আগে, গত বছরের নভেম্বরেও প্রায় ৩৫ হাজার বিক্ষোভকারী কোভিড-১৯ বিধিনিষেধ বিরোধী মিছিলে সমবেত হন। প্রথমে শান্তিপূর্ণ থাকলেও তা ক্রমশ সহিংসতায় রূপ নেয়। সেসময়ও পুলিশ বিক্ষোভ দমাতে জল কামান ও টিয়ার শেল ব্যবহার করে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট