হোম > বিশ্ব > ইউরোপ

ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে রাশিয়া

ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার রাতে রাশিয়া দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় বলে জানিয়েছে ফিনল্যান্ড কর্তৃপক্ষ। দেশটির বিদ্যুৎ অপারেটর ফিনগ্রিড শনিবার সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছে। 

ফিনগ্রিড জানিয়েছে, পেমেন্ট দেওয়ার সমস্যার কারণে রাশিয়া বিদ্যুৎ রপ্তানি স্থগিত করছে। 

ফিনগ্রিডের পাওয়ার সিস্টেম অপারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেইমা পাইভিনেন বলেছেন, স্থানীয় সময় শুক্রবার রাত ১২টায় বিদ্যুৎ সরবরাহ কার্যকরভাবে বিচ্ছিন্ন করা হয়। তিনি আরও বলেছেন, রাশিয়ার এই বিদ্যুৎ সরবরাহ স্থগিতাদেশ ফিনল্যান্ডের ওপর তেমন কোনো প্রভাব ফেলবে না। তিনি নিশ্চিত করেছেন, ফিনল্যান্ড এই সংকট মোকাবিলা করতে সক্ষম। কারণ রাশিয়ার সরবরাহ করা বিদ্যুৎ ফিনল্যান্ডের মোট বিদ্যুৎ চাহিদার খুবই ছোট্ট একটি অংশ। 

রেইমা পাইভিনেন বলেছেন, ‘আমরা গ্রীষ্মের দিকে এগিয়ে যাচ্ছি এবং সে সময়ে তুলনামূলক কম বিদ্যুতের প্রয়োজন হবে। আমরা আত্মবিশ্বাসী যে আগামী শীতে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধের ফলে তেমন কোনো বড় সমস্যা হবে না।’ 
 
এদিকে, ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে শনিবার বার্লিনে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসার কথা ছিল সুইডেন ও ফিনল্যান্ডের। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না হওয়া সত্ত্বেও উভয় দেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করবে বলে ধারণা করা হচ্ছে।

মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হলে দেশ দুটির নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ হবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো। 

‘এটি তাদের বিষয়’—ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় নীরব কেন পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা