হোম > বিশ্ব > ইউরোপ

ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে রাশিয়া

ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার রাতে রাশিয়া দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় বলে জানিয়েছে ফিনল্যান্ড কর্তৃপক্ষ। দেশটির বিদ্যুৎ অপারেটর ফিনগ্রিড শনিবার সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছে। 

ফিনগ্রিড জানিয়েছে, পেমেন্ট দেওয়ার সমস্যার কারণে রাশিয়া বিদ্যুৎ রপ্তানি স্থগিত করছে। 

ফিনগ্রিডের পাওয়ার সিস্টেম অপারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেইমা পাইভিনেন বলেছেন, স্থানীয় সময় শুক্রবার রাত ১২টায় বিদ্যুৎ সরবরাহ কার্যকরভাবে বিচ্ছিন্ন করা হয়। তিনি আরও বলেছেন, রাশিয়ার এই বিদ্যুৎ সরবরাহ স্থগিতাদেশ ফিনল্যান্ডের ওপর তেমন কোনো প্রভাব ফেলবে না। তিনি নিশ্চিত করেছেন, ফিনল্যান্ড এই সংকট মোকাবিলা করতে সক্ষম। কারণ রাশিয়ার সরবরাহ করা বিদ্যুৎ ফিনল্যান্ডের মোট বিদ্যুৎ চাহিদার খুবই ছোট্ট একটি অংশ। 

রেইমা পাইভিনেন বলেছেন, ‘আমরা গ্রীষ্মের দিকে এগিয়ে যাচ্ছি এবং সে সময়ে তুলনামূলক কম বিদ্যুতের প্রয়োজন হবে। আমরা আত্মবিশ্বাসী যে আগামী শীতে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধের ফলে তেমন কোনো বড় সমস্যা হবে না।’ 
 
এদিকে, ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে শনিবার বার্লিনে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসার কথা ছিল সুইডেন ও ফিনল্যান্ডের। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না হওয়া সত্ত্বেও উভয় দেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করবে বলে ধারণা করা হচ্ছে।

মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হলে দেশ দুটির নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ হবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো। 

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা