কোনো নারীবাদী কি কখনো ‘প্লেবয়’ এর মতো সমালোচিত ম্যাগাজিনের মডেল হতে পারেন? ফরাসি মন্ত্রী মার্লেন স্কিয়াপ্পা মনে করেন ‘হ্যাঁ’। তিনি প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়েছেন এবং এর পক্ষে কথাও বলেছেন।
মার্লেন স্কিয়াপ্পা ৪০ বছর বয়সী নারীবাদী লেখিকা। ২০১৭ সালে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁকে মন্ত্রীর পদ দেন। তিনি বিভিন্ন বিষয়ে বিতর্কের সৃষ্টি এবং ডানপন্থীদের ক্ষুব্ধ করেছেন।
এমনকি ফরাসি প্রধানমন্ত্রী এবং বামপন্থী সমালোচকেরাও মনে করেন সামাজিক অর্থনীতি এবং সংস্থার মন্ত্রী স্কিয়াপ্পা কাজটি ঠিক করেননি। তিনি প্লেবয়ে নারী ও সমকামীদের অধিকারের পাশাপাশি গর্ভপাতের বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন এবং প্রচ্ছদে মডেল হয়েছেন।
শিয়াপ্পার এই সিদ্ধান্ত সরকারের কিছু সহকর্মীকে বিরক্ত করেছে। তাঁরা অবসরের বয়স বাড়ানো নিয়ে ধর্মঘট এবং ক্রমবর্ধমান সহিংস বিক্ষোভ মোকাবিলা করতে গিয়ে এমনিতেই নাস্তানাবুদ হয়ে আছেন।
প্লেবয়ে শিপ্পার ছবি দেখে অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারেননি। এক ব্যক্তির ভেবেছিলেন এটি ‘এপ্রিল ফুল’ এ বোকা বানানোর কোনো গল্প।
গত শনিবার সরকারের একজন সহকারী ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে বলেছেন, ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন শিয়াপ্পাকে ফোন করেছিলেন। তিনি তাঁকে বলেছেন এটি ‘বর্তমান পরিস্থিতিতে অনুপযুক্ত’ কাজ।
স্যান্ডরিন রুশো আরও বলেন, ‘সবখানেই নারীদের শরীর প্রদর্শনের অধিকার থাকা উচিত। এতে আমার কোনো সমস্যা নেই, তবে ‘সামাজিক প্রেক্ষাপট’ বলে একটি বিষয় তো রয়েছে।’
জিন-ক্রিস্টোফ ফ্লোরেনটিন আরও বলেন, ‘প্লেবয় আর সফট পর্ণ ম্যাগাজিন নয় বরং এটি ৩০০ পৃষ্ঠার ত্রৈমাসিক ‘মুক’ (বই ও পত্রিকার মিশ্রণ) যা বুদ্ধিবৃত্তিক এবং পপ সংস্কৃতির বাহক। যদিও এখনো কিছু নগ্ন নারীর ছবি রয়েছে তবে সেগুলোর সংখ্যা খুব বেশি নয়।’
তিনি একটি ২০১০ একটি বই লিখেছেন যা অতিরিক্ত ওজনের জন্য যৌন টিপস দেয়। বইটিকে কিছু সমালোচক স্টেরিওটাইপ প্রচার হিসাবে দেখেছিল।