যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্লাইমাউথ শহরে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশের পক্ষ থেকে বলা হয়, প্লাইমাউথের কিহ্যাম এলাকায় গোলাগুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। তবে এটাকে সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না।
আজ শুক্রবার ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ জানায়, দুজন নারী এবং দুজন পুরুষ ঘটনাস্থলে মারা যান। আরেকজন পুরুষ ঘটনাস্থলে মারা যান। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি সন্দেহভাজন হামলাকারী।
এ ছাড়া আহত আরেকজন নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ওই হামলাকারীর সঙ্গে ভুক্তভোগীদের কীভাবে যোগসূত্র ছিল তা এখনো জানা যায়নি। তবে এই ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এই ঘটনাকে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন। একটি টুইট বার্তায় তিনি বলেছেন, আমি কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছে। ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমার সমর্থন রয়েছে।