হোম > বিশ্ব > ইউরোপ

জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্র থেকে ইউক্রেনের জাতীয় গ্রিড বিচ্ছিন্ন

রুশ বাহিনীর দখলে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে ইউক্রেনের পাওয়ার গ্রিডের শেষ সংযোগটিও বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে জাপোরিঝিয়া কেন্দ্রের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হলো।

ইউরোপের সর্ববৃহৎ এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের তুমুল লড়াই চলছে, যা সেখানকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে ইউক্রেনের পরমাণু সংস্থা এনার্জোঅ্যাটম জানায়, আগ্রাসীদের (রাশিয়া) কর্মকাণ্ডের কারণে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (জেএনপিপি) এই প্রথম জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। হামলায় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গের কারণে কেন্দ্রটির কাছাকাছি একটি থার্মাল প্ল্যান্টের পাশে বিদ্যুতের তারে আগুন লাগায় দুটি সক্রিয় পাওয়ার ইউনিটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রাশিয়ার গোলাবর্ষণের কারণে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির তিনটি বিকল্প লাইন আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও বিবৃতিতে দাবি করা হয়। এর আগে রাশিয়া জাপোরিঝিয়ার বিদ্যুৎ নিজেদের গ্রিডের সঙ্গে যুক্ত করার জন্য কেন্দ্রটির সংযোগ ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন করতে চাইছে বলে সতর্ক করেছিল এনার্জোঅ্যাটম।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রা এখনো স্বাভাবিক পর্যায়ে আছে। ইউক্রেনের মোট বিদ্যুতের একটা বড় অংশের জোগান আসত কেন্দ্রটি থেকে। ফলে জাতীয় গ্রিড থেকে এটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেশটির জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গত মার্চের শুরু থেকে রাশিয়ার দখলে রয়েছে। তবে ইউক্রেনের প্রযুক্তিবিদেরা রাশিয়ার নির্দেশে বিদ্যুৎকেন্দ্রটি এখনো পরিচালনা করছে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট