হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিশুসহ নিহত ১৮

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্তে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশুও ছিল। স্থানীয় সময় আজ বুধবার দেশটির রাজধানী কিয়েভের পূর্বাঞ্চলীয় ব্রোভারির উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিসহ মন্ত্রণালয়ের আরও আট কর্মকর্তা ওই হেলিকপ্টারে ছিলেন। নিহতদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম উপমন্ত্রী ও সচিবও রয়েছেন। পুলিশপ্রধান ইহোর ক্লেমেঙ্কো বলেন, হেলিকপ্টারটি ইউক্রেনের জরুরি সেবা বিভাগের ছিল।    

কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকজি কুলেবা বলেন, ব্রোভারি ট্র্যাজেডিতে ২৯ জন আহত হওয়ার পাশাপাশি ১৮ জন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার পর কিন্ডারগার্টেনের কাছে আগুন ছড়িয়ে পড়ে। তখন শিশু ও বিদ্যালয়ের কর্মীদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়। বিদ্যালয় ভবনের বাইরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ জ্বলতে দেখা গেছে। দুর্ঘটনার সময় অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করেছিল।

মন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ইয়েভেন ইয়েনিন মন্ত্রণালয়ের প্রথম উপমন্ত্রী এবং ইউরি লুবকোভিচ রাজ্যসচিব ছিলেন।

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট