হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিশুসহ নিহত ১৮

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্তে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশুও ছিল। স্থানীয় সময় আজ বুধবার দেশটির রাজধানী কিয়েভের পূর্বাঞ্চলীয় ব্রোভারির উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিসহ মন্ত্রণালয়ের আরও আট কর্মকর্তা ওই হেলিকপ্টারে ছিলেন। নিহতদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম উপমন্ত্রী ও সচিবও রয়েছেন। পুলিশপ্রধান ইহোর ক্লেমেঙ্কো বলেন, হেলিকপ্টারটি ইউক্রেনের জরুরি সেবা বিভাগের ছিল।    

কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকজি কুলেবা বলেন, ব্রোভারি ট্র্যাজেডিতে ২৯ জন আহত হওয়ার পাশাপাশি ১৮ জন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার পর কিন্ডারগার্টেনের কাছে আগুন ছড়িয়ে পড়ে। তখন শিশু ও বিদ্যালয়ের কর্মীদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়। বিদ্যালয় ভবনের বাইরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ জ্বলতে দেখা গেছে। দুর্ঘটনার সময় অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করেছিল।

মন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ইয়েভেন ইয়েনিন মন্ত্রণালয়ের প্রথম উপমন্ত্রী এবং ইউরি লুবকোভিচ রাজ্যসচিব ছিলেন।

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া