হোম > বিশ্ব > ইউরোপ

যুদ্ধের ২ বছরে বাড়ি ছেড়ে পালিয়েছে ইউক্রেনের ১ কোটি ৪০ লাখ মানুষ

আগামী শনিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে রুশ আক্রমণের দুই বছর পূর্ণ হবে। এই সময়ের মধ্যে ইউক্রেনের ১ কোটি ৪০ লাখ মানুষ নিজের বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার আল-জাজিরা জানিয়েছে, ইউক্রেনের বাড়ি ছেড়ে পালানো মানুষদের মধ্যে অন্তত ৬৫ লাখ অন্য দেশে শরণার্থী হিসেবে অবস্থান করছে। এ ছাড়া অন্তত ৩৭ লাখ মানুষ দেশের ভেতরেই এখন উদ্বাস্তু।

রুশ-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার প্রধান সতর্ক করেন—যুদ্ধের কোনো শেষ নেই। যুদ্ধ লাখ লাখ বেসামরিক মানুষের জন্য অপরিমেয় দুর্ভোগ ডেকে এনেছে। ইউক্রেন যুদ্ধের প্রভাব দীর্ঘ মেয়াদে প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুভূত হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইউক্রেনে জাতিসংঘ মানবাধিকার পর্যবেক্ষণ মিশন একটি হালনাগাদ প্রতিবেদনে বলেছে—২০২২ সালের ফেব্রুয়ারি থেকে তারা ১০ হাজার ৫৮২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। আর আহত হিসেবে ১৯ হাজার ৮৭৫ জনের তথ্য পাওয়া গেছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ওই প্রতিবেদনে মত দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক শরণার্থী সংস্থা জানিয়েছে, তারা ইউক্রেন এবং পূর্ব ইউরোপের ১১টি দেশে অন্তত ৬৫ লাখ শরণার্থীকে সহায়তা করেছে। চলতি বছর প্রায় ১ কোটি ৪৬ লাখ মানুষকে কোনো না কোনোভাবে মানবিক সহায়তা দিতে হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, বিদেশ থেকে যারা আবারও ইউক্রেনে ফিরে গেছেন তারা নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছেন। এসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে নিরাপত্তাহীনতা, জীবিকার অভাব, ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর এবং পর্যাপ্ত পরিষেবার অভাব।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট