২০১৫ সালের ১৩ নভেম্বর ফ্রান্সের প্যারিসে হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার বিচার শুরু হয়েছে। এ ঘটনায় একমাত্র জীবিত হামলাকারী সালাহ আব্দেসলামসহ ১৩ সন্দেহভাজন আসামিকে পুলিশের গাড়িতে করে আদালতে হাজির করা হয়েছে।
আজ বুধবার এ বিচার শুরু উপলক্ষে প্যারিসের প্যালেস ডি জাস্টিস আদালতের চারপাশে বিভিন্ন পয়েন্টে ১ হাজারের বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের চরমপন্থীরা কয়েকটি শুঁড়িখানা, রেস্তোরাঁ, বাটাক্লান কনসার্ট হল এবং একটি খেলার মাঠে একযোগে সন্ত্রাসী হামলা চালায়। এতে ১৩০ জন মারা যায়। এ হামলাকে ফ্রান্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে নৃশংসতা বলে মনে করা হয়। এ মামলার বিচার শুরু হওয়াও আধুনিক ফ্রান্সের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা।