হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোই আক্রমণের লক্ষ্য: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার সেনাবাহিনীর ওপর ইউক্রেনীয় সৈন্যদের যেকোনো আক্রমণের ‘কড়া’ পাল্টা জবাব দেওয়া হবে। এবং সাম্প্রতিক সময়ে ইউক্রেনের রুশ বাহিনীর হামলা তীব্র করার মূল লক্ষ্য হলো দেশটির জ্বালানি অবকাঠামো। স্থানীয় সময় আজ সোমবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে এক বৈঠকে পুতিন এই কথা বলেন। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে পুতিন বলেন, ‘ইউক্রেনের কোনো আক্রমণকেই প্রতিহত করা ছাড়া ছেড়ে দেওয়া হবে না। তাঁরা যদি আক্রমণ চালিয়ে যেতে থাকে তবে রাশিয়ার পক্ষ থেকে তার কড়া জবাব দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত হুমকি নিষ্ক্রিয় না হচ্ছে। 

পুতিন তাঁর ভাষণে ইউক্রেনে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র হামলা এবং হতাহতের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আজ (সোমবার) সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পরিকল্পনা অনুসারে দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে নির্ভুল লক্ষ্যমাত্রায় হামলা চালানো হয়েছে। এসব হামলা লক্ষ্যবস্তু ছিল, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, সামরিক কমান্ডের অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থা।’ 

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি ও শক্তি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট যেন ইউক্রেনের প্রেসিডেন্টের কথারই প্রতিধ্বনি করেছেন। 

এদিকে, রাশিয়া থেকে ইউক্রেনজুড়ে অন্তত ৭৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, রাশিয়া ইউক্রেনের ‘অনেকগুলো’ শহরে হামলা চালিয়েছে। রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যকার একমাত্র সংযোগ সেতুতে ইউক্রেনের হাত রয়েছে—মস্কোর এমন দাবির এক দিন পরই এই হামলা হলো। 

ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি স্বীকার করে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান কিরিলো তিমোশেঙ্কো বলেছেন, ইউক্রেনে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির জনগণকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজ সোমবার সকালে ইউক্রেনে অন্তত ৭৫টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।’ 

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য