হামলা ঠেকাতে রাশিয়ার পশ্চিম সীমান্ত শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
বেলারুশের টেলিভিশনে কোনো দেশের নাম উল্লেখ না করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কয়েকটি দেশ রাশিয়ার পশ্চিম সীমান্তে তাদের সামরিক ক্ষমতা শক্তিশালী করছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু একটি নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছে।
পেসকভ বলেন, অবশ্যই এটি করা হবে আমাদের সুরক্ষিত করার জন্য।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। পশ্চিমারা এই হামলাকে বিনা প্ররোচনামূলক যুদ্ধ বলে আখ্যায়িত করেছে।