হোম > বিশ্ব > ইউরোপ

পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ইউক্রেনের ড্রোন হামলা, দাবি রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। আজ বুধবার পুতিনের বাসভবন ক্রেমলিন দুর্গে ইউক্রেনের দুটি ড্রোন এ হামলা চালায়। তবে মস্কোর প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন দুটিকে নিষ্ক্রিয় করে ফেলেছে বলে জানিয়েছে ক্রেমলিন। 

ক্রেমলিন আরও জানিয়েছে, রাশিয়ার এখন এই হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সূত্র ধরেই রাশিয়া এবার ইউক্রেনে ড্রোন হামলা করবে। যা ১৪ মাস ধরে চলা এ যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে। 

এদিকে ক্রেমলিনের এই দাবির বিষয়ে ইউক্রেন বলেছে, মস্কোর দাবি করা ড্রোন হামলার বিষয়ে কিয়েভের বলার কিছুই নেই। তাঁরা এ সঙ্গে জড়িত না। 

হামলার বিষয়ে ক্রেমলিন এক বিবৃতিতে দাবি করে, চালকবিহীন দুটি উড়োজাহাজ ক্রেমলিনের দিকে আসছিল। তবে মস্কোর রাডারে বিষয়টি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী ও ড্রোন নিষ্ক্রিয় বিশেষ বাহিনী ড্রোন দুটি নিষ্ক্রিয় করে ফেলেন। পুতিনকে হত্যার উদ্দেশ্য এই ধরনের হামলা পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা। 

 ৯ মে রাশিয়ার বিজয় দিবস। এ উপলক্ষে মস্কোতে বিভিন্ন দেশ থেকে অতিথিরা এসেছেন। এ সময় এই হামলা ন্যক্কারজনক। যা নিশ্চিত করে এটি পূর্বপরিকল্পিত। এখন রাশিয়ার এই হামলার জবার দেওয়ার অধিকার রয়েছে। সময় বুঝেই মস্কো এর প্রতিশোধ নেবে। 

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ বলেছেন, বুধবার এ হামলার সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না। তিনি মস্কোর বাইরেবাসভবন নোভো ওগারিয়োভোতে কাজে ব্যস্ত ছিলেন। 

এদিকে রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশটির সামরিক বাহিনীর সংবাদমাধ্যম জিজদায় ওই ড্রোন হামলার একটি ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ক্রেমলিনের মূল ফটকের সামনে থেকে ধোয়া বের হচ্ছে। তবে ভিডিওর সত্যতা এখনো যাচাই করা হয়নি।

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ