ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে রাশিয়ার অনুরোধে আজ শুক্রবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গতকাল বৃহস্পতিবার রাশিয়া অভিযোগ তোলে, ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরিতে গবেষণায় অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। এই অভিযোগ নিয়ে আজ নিরাপত্তা পরিষদে আলোচনা হবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন দুই দেশই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র উল্টো অভিযোগ করে বলেছে, রাশিয়া সম্ভবত ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল এক ভিডিও বার্তায় বলেছেন, রাসায়নিক বা এ ধরনের কোনো অস্ত্র ইউক্রেনে কেউ তৈরি করছে না।
এমন প্রেক্ষাপটে রাশিয়া জাতিসংঘকে অনুরোধ জানায় নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করার জন্য। জাতিসংঘ এ অনুরোধে সাড়া দিয়ে আজ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের সময় নির্ধারণ করে।