হোম > বিশ্ব > ইউরোপ

যুদ্ধে যেতে অনিচ্ছুক সৈন্যদের ‘মারধর করে’ কারাগারে পাঠাচ্ছে রাশিয়া

রাশিয়ার যেসব সৈন্য ইউক্রেনে যুদ্ধে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন, তাঁদের আটকে রেখে মারধর করা হচ্ছে। এমনকি কারাগারেও পাঠাচ্ছে রাশিয়া। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুশ সেনাদের পরিবারে লোকজন অভিযোগ করে বলেছে, কোনো ধরনের পূর্বপ্রস্তুতি ও পরিকল্পনা ছাড়াই সৈন্যদের জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে। লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে কোনো ধরনের নির্দেশনা ছাড়াই সৈন্যদের যুদ্ধে অগ্রসর হওয়ার আদেশ দিচ্ছে মস্কো।

দুই রুশ সৈন্যের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তাঁদের একজন নিশ্চিত মৃত্যুর দিকে যেতে অস্বীকার করেছেন। অপর সৈনিক বিবিসিকে বলেছেন, যুদ্ধের প্রতি সামনের সারির সেনাদের জোরালো সমর্থন না থাকায় ইউক্রেনে যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই তিনি যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। এ জন্য তাঁকে এবং অন্য সৈন্যদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল।

একজন সৈনিক (বিবিসি যার নাম প্রকাশ করেনি) বলেছেন, তিনি ব্যাপক মারধরের শিকার হয়েছিলেন। তাঁকে এমনভাবে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল, যেন তাঁকে গুলি করতে নিয়ে যাওয়া হচ্ছে। পিস্তল দিয়ে তাঁর মাথায় কয়েকবার আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

অপর এক সৈনিক জানিয়েছেন, তিনি নিশ্চিত মৃত্যুর দিকে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এ জন্য তাঁকে ও তাঁর সহযোগী চার সেনাকে একটি ভবনের বেসমেন্টে আটকে রাখা হয়েছিল।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ‘গ্লোবাল পিস সামিট’ করার আহ্বান জানিয়েছেন এবং তাঁর শান্তি পরিকল্পনাকে সমর্থন জানাতে জি-৭ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা