হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের পূর্বাঞ্চলে দ্রুত এগিয়ে যাচ্ছে রাশিয়া, নভেম্বরে দখল ৬০০ বর্গকিলোমিটার

রাশিয়া ইউক্রেনের পূর্ব রণাঙ্গনে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক অগ্রগতি অর্জন করছে রাশিয়ার সেনারা। ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রুশ আক্রমণ শুরুর পর বর্তমানে সবচেয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে তারা। গত এক মাসে লন্ডনের আয়তনের অর্ধেক পরিমাণ এলাকা দখল করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে গতকাল মঙ্গলবার কিছু বিশ্লেষক ও যুদ্ধবিষয়ক ব্লগারেরা এসব তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের শুরুর দিকে রাশিয়ার সেনারা ইউক্রেনের বিশাল এলাকা দখল করে। অবশ্য পরে, ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণে তারা পূর্ব ও দক্ষিণ দিকে পিছু হটে। তারপর প্রায় ১ হাজার কিলোমিটার দীর্ঘ এই ফ্রন্ট লাইন গত দুই বছর ধরে প্রায় স্থবির ছিল। তবে গত জুলাইয়ে শুরু হওয়া সাম্প্রতিক ছোট আকারের অগ্রগতিগুলো স্থিতাবস্থায় পরিবর্তন এনেছে।

যুদ্ধ এমন একপর্যায়ে প্রবেশ করছে, যেটিকে রাশিয়া ও পশ্চিমা কর্মকর্তারা সবচেয়ে বিপজ্জনক পর্ব হিসেবে উল্লেখ করছেন। ধারণা করা হচ্ছে, রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের ইউক্রেনে ব্যবহার করছে, আর কিয়েভ পশ্চিমা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে রাশিয়ার ভেতরে পাল্টা আক্রমণ চালাচ্ছে।

মস্কো এবং উত্তর কোরিয়া—কোনো পক্ষই সেনা উপস্থিতির বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি। গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনে একটি মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। মঙ্গলবার ইউক্রেন জানিয়েছে, রাশিয়া তাদের ওপর এযাবৎ সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে।

এক প্রতিবেদনে রুশ সংবাদ সংস্থা এগেন্তস্তভ বলেছে, ‘রাশিয়া ইউক্রেনে ভূখণ্ড কবজায় নেওয়ার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে।’ এতে উল্লেখ করা হয়, গত সপ্তাহে রুশ সেনারা ইউক্রেনের প্রায় ২৩৫ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে, যা ২০২৪ সালে এক সপ্তাহে সবচেয়ে বেশি ভূখণ্ড দখলের রেকর্ড। ডিপ স্টেট নামক নামক একটি সংস্থা যুদ্ধক্ষেত্রের ফুটেজ এবং ফ্রন্টলাইনের মানচিত্রের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, নভেম্বর মাসে এখন পর্যন্ত রাশিয়ার বাহিনী ৬০০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত জানিয়েছে, তাদের বাহিনী খারকিভ অঞ্চলে কুপানস্কের উত্তরে কৌশলগত অঞ্চল কোপানকি গ্রাম দখল করেছে। এটি দোনেৎস্ক অঞ্চলের মূল রণক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের উত্তরে অবস্থিত এবং বর্তমানে এটি রুশ সামরিক কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

ইউক্রেনের তৃতীয় আক্রমণ ব্রিগেড গত সোমবার তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, তারা ওই গ্রাম রুশ সেনাদের হাত থেকে মুক্ত করেছে। ইউক্রেনীয় মিডিয়া খর্তিৎসিয়া গ্রুপের মুখপাত্র নাজার ভলোশিনের বরাতে জানিয়েছে, ইউক্রেনের বাহিনী খারকিভ অঞ্চলে কুপানস্কে রুশ অগ্রগতি প্রতিহত করেছে।

ফিনল্যান্ডের সমর বিশ্লেষণ প্রতিষ্ঠান ব্ল্যাকবার্ড গ্রুপের সামরিক বিশ্লেষক পাসি প্যারোনিয়েন বলেছেন, এ মাসে রুশ বাহিনী আনুমানিক ৬৬৭ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে। তবে তিনি উল্লেখ করেছেন, এই সংখ্যার মধ্যে অক্টোবরের কিছু দখলকৃত অঞ্চলও অন্তর্ভুক্ত থাকতে পারে।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের ১৮ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। যার মধ্যে পুরো ক্রিমিয়া, ডনবাসের ৮০ শতাংশের বেশি, দক্ষিণের জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের ৭০ শতাংশের বেশি এবং পূর্বের খারকিভ অঞ্চলের প্রায় ৩ শতাংশ অন্তর্ভুক্ত।

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট