হোম > বিশ্ব > ইউরোপ

ইতালিতে ভূমিধসে ৭ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা

ইতালির দক্ষিণাঞ্চলের ইসকিয়া দ্বীপে ভূমিধসে অন্তত ৭ জনের প্রাণহানি হয়েছে। মৃতদের মধ্যে এক নবজাতক ও ২ শিশুও রয়েছে। ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। দ্বীপটিতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন জরুরি কর্মী এবং উদ্ধারকারী ডুবুরিরা। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার প্রবল বৃষ্টির সময় দ্বীপটির সবচেয়ে উঁচু পাহাড় থেকে পানির সঙ্গে কাদা, আবর্জনা ও পাথরের স্রোত নেমে এসে কাসামিচ্চোওলা তারমে শহরের ওপর ধসে পড়ে। ছবি ও ভিডিওতে দেখা গেছে, বহু ভবন বিধ্বস্ত হয় এবং স্রোতের ধাক্কায় বেশ কয়েকটি গাড়ি সাগরে গিয়ে পড়ে। 

এদিকে ভূমিধসের ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। এর আগে মন্ত্রিসভার জরুরি বৈঠকে অংশ নেন ইতালির প্রধানমন্ত্রী। এ সময় প্রাথমিকভাবে ২০ লাখ ইউরোর জরুরি ত্রাণ তহবিলের ঘোষণা দেওয়া হয়। 

নেপলস থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ইসকিয়া একটি ঘনবসতিপূর্ণ দ্বীপ। দৃষ্টিনন্দন উপকূলের আকর্ষণে বহু পর্যটক দ্বীপটিতে ঘুরতে যায়।

জলবায়ু পরিবর্তনের ফলে দ্বীপটিতে ঘন ঘন ভারী ও তীব্র বৃষ্টিপাত সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইতালির বহু এলাকাই এ ধরনের ঝুঁকির মুখে পড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। 

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড