উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোতে যোগ দেবে না বলে রাশিয়াকে জানিয়েছে ইউক্রেন। এদিকে চেরিনিভ এবং রাজধানী কিয়েভের কাছে সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমানো হবে বলে ইউক্রেনকে প্রতিশ্রুতি জানিয়েছে রাশিয়া।
আজ মঙ্গলবার তুরস্কে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য ডেভিড আরাখামিয়া বলেন, নিরাপত্তা গ্যারান্টি কাজ করলে ইউক্রেন নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে।
ইউক্রেনের প্রতিনিধি দলের আরেক সদস্য অলেক্সান্ডার চ্যালি বলেন, ইউক্রেন ‘কোনো সামরিক-রাজনৈতিক জোটে’ যোগ দেবে না।
এদিকে রাশিয়া জানিয়েছে, সেনা তৎপরতা কমানো মানে যুদ্ধবিরতি নয়।
রুশ বার্তা সংস্থা টিএএসএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বলেন, এটি একটি যুদ্ধবিরতি নয় তবে এটি আমাদের আকাঙ্ক্ষা। ইউক্রেনের চেরিনিভ এবং রাজধানী কিয়েভের কাছে সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমানো হবে।
মেদিনস্কি জানান, পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।