হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যু

করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত রাশিয়া। করোনা মহামারি শুরুর পর শনিবার এক দিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে দেশটিতে। মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাশিয়ায় করোনায় ৭৫২ জন মারা গেছেন। এটিই দেশটিতে এক দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই দিনে দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৮২ জন। 

পরিসংখ্যাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাশিয়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৫৮ হাজার ৩০০ জন। আর মোট মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ২৫৩ জন। 

রাশিয়ার করোনা টিকা প্রয়োগের হিসেব রাখা গোগোভ ওয়েবসাইটের বরাত দিয়ে মস্কো টাইমস জানিয়েছে, রাশিয়ার ১৪ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে মাত্র ১ কোটি ৮৯ লাখ মানুষকে এখন পর্যন্ত করোনার টিকার আওতায় আনা হয়েছে। 

রাশিয়া সেপ্টেম্বরের মধ্যে দেশটির ৬০ শতাংশ মানুষকে টিকার পূর্ণ ডোজ দেওয়ার লক্ষ্য স্থির করেছিল। তবে দেশটির সরকার স্বীকার করেছে তাঁরা ওই সময়ের মধ্যে এই পরিমাণ টিকা দিতে পারবে না। এদিকে রাশিয়ার মানুষজনও করোনার টিকা নিতে অনীহা প্রকাশ করেছেন। একটি জরিপে দেখা গেছে দেশটির ৫৪ শতাংশ মানুষের টিকা নেওয়ার পরিকল্পনা নেই।  

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান

আফ্রিকা কেন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার? বাড়ছে গোয়েন্দা পদচারণা

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া