হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে বরখাস্ত করলেন জেলেনস্কি 

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল মঙ্গলবার তাঁর পরিবর্তে ওই পদে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধানকে নিযুক্ত করেছেন তিনি। গত মাস থেকেই দেশটির সামরিক হাইকমান্ডের বিভিন্ন পদে রদবদল শুরু করেন তিনি।

জেলেনস্কি দায়িত্ব গ্রহণের কয়েকমাস পরেই ২০১৯ সালের অক্টোবর থেকে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের দায়িত্ব পালন করে আসছেন ওলেকসি দানিলোব। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, দানিলোভকে নতুন দায়িত্বে স্থানান্তর করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত প্রকাশ করা হবে।

দানিলোভের বহিষ্কার নিয়ে কোনো কারণ উল্লেখ না করে তিনি বলেন, তিনি রাষ্ট্রের পূর্বাভাস দেওয়ার কৌশলগত সক্ষমতা ও এর প্রক্রিয়া প্রভাবিত করতে চান, যার ওপর দেশটির জাতীয় নিরাপত্তা নির্ভর করে।

তিনি বলেন, ‘ইউক্রেনের শক্তিশালীকরণ এবং সকল ক্ষেত্রে আমাদের রাষ্ট্র ব্যবস্থার নবায়ন অব্যাহত থাকবে।’

জেলেনস্কি ৫১ বছর বয়সী বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান ওলেকসান্দার লিতভিনেনকোকে পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। জেলেনস্কি বলেন, গোয়েন্দা প্রধানের অভিজ্ঞতা এবং নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে ইউক্রেন যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে তার সঙ্গে মিলিয়ে কাজ করতে পারবেন লিতভিনেনকো।

প্রেসিডেন্টের অধীনে থাকা দেশের শীর্ষ রাজনৈতিক, সুরক্ষা ও প্রতিরক্ষা প্রধানদের সমন্বয়ে গঠিত পরিষদটি জাতীয় নিরাপদ ও প্রতিরক্ষা ইস্যুতে সমন্বয়কারীর ভূমিকা পালন করে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার উপ–প্রধান ওলেহ ইভাশচেঙ্কোকে নতুন বিদেশি গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন জেলেনস্কি। গত ফেব্রুয়ারিতে সশস্ত্রবাহিনীর প্রধানকে বরখাস্ত করেন তিনি। এ ছাড়াও সামরিক বাহিনীর শীর্ষ অনেক পদেই এই রদবদল করা হয়।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। কয়েকগুণ বড় রুশ বাহিনীকে মোকাবিলা করতে সাহায্যের জন্য পশ্চিমা দেশগুলোকেও বারবার চাপ দিচ্ছে দেশটি। অস্ত্র ও সেনা সংকট মোকাবিলায় যুদ্ধ কৌশলে পরিবর্তন করে রাশিয়াকে টক্কর দিতে চান জেলেনস্কি।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট