হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় রোববার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। বিশ্লেষকেরা বলছেন এই নির্বাচন কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিবিহীন এবং জনতোষণ নীতির এক উদাহরণ হতে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ছাড়াও আরও ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশটির স্থানীয় সময় দুপুর পর্যন্ত এই ১২ প্রার্থীর সবাই ভোট দিলেও মাখোঁ ভোট দেননি।

এদিকে, ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে মধ্যাহ্ন পর্যন্ত (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ২৫ দশমিক ২ শতাংশ। যা এখন পর্যন্ত ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে ২৮ দশমিক ৫ শতাংশ কম।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দূতিয়ালি এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় নির্বাচনী প্রচারে মাখোঁকে খুব একটা দেখা যায়নি। তবে মাখোঁ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী। এবং মাখোঁ আবারও নির্বাচিত হলে বিগত ২০ বছরের মধ্যে জ্যাক শিরাকের পর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া প্রথম ফরাসি প্রেসিডেন্ট হবেন।

মাখোঁর সবচেয়ে কঠোর প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন অতি ডানপন্থী নেতা মেরি মারি লো পেন। নির্বাচনী প্রচারে পেন নিজেকে ‘মধ্যপন্থী’ রাজনীতিবিদ হিসেবে নতুন করে পরিচিত করানোর চেষ্টা করেছেন এবং তাঁর এই প্রচেষ্টাকে জনগণ প্রশংসাও করেছে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট