হোম > বিশ্ব > ইউরোপ

বিশ্বখ্যাত ‘আরমানি’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানির মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

জর্জিও আরমানি। ছবি: সিএনএন

বিশ্বখ্যাত ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি ৯১ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আরমানি গ্রুপ এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানিয়েছে। দীর্ঘ কর্মজীবনে আরমানি ইতালিয়ান স্টাইলকে আন্তর্জাতিক ফ্যাশনের শীর্ষে তুলে ধরেন এবং হলিউডের লালগালিচায় নতুন মাত্রা যোগ করেন।

কোম্পানির বিবৃতিতে বলা হয়, ‘মি. আরমানি, যাকে কর্মী ও সহকর্মীরা শ্রদ্ধাভরে ডাকতেন, তিনি শান্তিপূর্ণভাবে পরিবারের উপস্থিতিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’ বিবৃতিতে তাঁকে ‘এক অদম্য চালিকা শক্তি’ হিসেবে বর্ণনা করা হয়।

পরিবার ও কর্মীদের পক্ষ থেকে জানানো হয়—আরমানি যে ভালোবাসা, দায়িত্ববোধ ও দৃষ্টিভঙ্গি দিয়ে প্রতিষ্ঠানকে গড়ে তুলেছিলেন, তাঁর উত্তরাধিকার তাঁরা সম্মান ও আন্তরিকতায় ধরে রাখবেন।

১৯৩৪ সালে উত্তর ইতালির পিয়াচেঞ্জায় জন্ম নেওয়া আরমানি শুরুতে চিকিৎসা বিদ্যা নিয়ে পড়লেও পরে ফ্যাশন জগতে প্রবেশ করেন। ১৯৫৭ সালে মিলানের ‘লা রিনাসেন্তে’ ডিপার্টমেন্ট স্টোরে উইন্ডো ড্রেসার হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে ডিজাইনার নিনো চেরুতির অধীনে কাজ করার সময় তিনি স্যুট জ্যাকেটের ঐতিহ্যবাহী কাঠামো ভেঙে নতুনত্ব আনেন। ১৯৭৫ সালে স্থপতি সার্জিও গালিওত্তির সঙ্গে মিলে গড়ে তোলেন ‘জর্জিও আরমানি’ ব্র্যান্ড।

৮০ ’র দশকে তাঁর ডিজাইন হলিউডে সাড়া ফেলে। রিচার্ড গেরের ‘আমেরিকান গিগোলো’ সিনেমায় আরমানির স্যুট নতুন স্ট্যাটাস সিম্বল হয়ে ওঠে। এরপর আরমানি হয়ে ওঠেন রেড কার্পেট ফ্যাশনের অন্যতম ভরসার নাম। আর্নল্ড শোয়ার্জনেগার, সোফিয়া লরেন, শন কনারি থেকে শুরু করে অসংখ্য তারকা আরমানির পোশাকে হাজির হয়েছেন।

গালিওত্তির মৃত্যুর পর ১৯৮৫ সাল থেকে কোম্পানির একক মালিক ছিলেন জর্জিও আরমানি। পরে তিনি এম্পোরিও আরমানি, আরমানি জিনস, আরমানি এক্সচেঞ্জ সহ বহুমুখী ধারা চালু করেন। দুবাইয়ের বুর্জ খলিফায় বিলাসবহুল হোটেলসহ মিলানের কেন্দ্রস্থলে একটি বিশাল আরমানি কমপ্লেক্সও গড়ে তোলেন।

ফ্যাশনের বাইরে খেলাধুলার সঙ্গেও যুক্ত ছিলেন জর্জিও আরমানি। ২০০৮ সালে তিনি ইতালির সফল বাস্কেটবল দল অলিম্পিয়া মিলানো কিনে নেন এবং পরবর্তীতে ইতালির অলিম্পিক দলের ইউনিফর্ম ডিজাইন করেন।

ফ্যাশন জগতে অমর হয়ে থাকা এই ডিজাইনারকে ২০২১ সালে ইতালির অন্যতম সেরা সম্মান ‘গ্র্যান্ড অফিসার অব দ্য অর্ডার অব মেরিট’ দেওয়া হয়। এ ছাড়া তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ফ্যাশনকে শুধু পোশাকে সীমাবদ্ধ রাখেননি আরমানি; তিনি গড়ে তুলেছেন এক উত্তরাধিকার, যা আজও বিশ্ব ফ্যাশনে অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন

৪ লাখ রুশ হতাহতের দাবি ইউক্রেনের, ৬৬৪০ বর্গকিমি দখলের দাবি রাশিয়ার

সুইজারল্যান্ডের বারে আগুনে মৃত্যু ৪০, দুর্ঘটনার কারণ শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাজি

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট