হোম > বিশ্ব > ইউরোপ

শিগগিরই ন্যাটোতে যোগ দেবে ফিনল্যান্ড, প্রতিশোধের হুমকি রাশিয়ার 

শিগগিরই সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করবে বলে জানিয়েছে ফিনল্যান্ড। তবে ফিনল্যান্ডকে এ ধরনে পদক্ষেপ গ্রহণের ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে সামরিক পদক্ষেপও নিতে পারে বলেও জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইউরোপের দেশ সুইডেনের সঙ্গেই ন্যাটোতে যোগদানের আবেদন করতে পারে ফিনল্যান্ড। বিশেষ করে নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন আক্রমণের পর, ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ রুখতে রাশিয়া তার আক্রমণের এলাকা বাড়াতে পারে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই নিজেদের দীর্ঘদিনের নিরপেক্ষ অবস্থান ত্যাগ করে ন্যাটোতে যোগদানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে দেশ দুটি। তবে মস্কো ফিনল্যান্ডের ঘোষণাকে রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে অভিহিত করেছে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যে কোনো ‘সামরিক ও প্রযুক্তিগত’ ব্যবস্থা গ্রহণসহ প্রতিশোধের হুমকি দিয়েছে। 

তবে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, যে ফিনল্যান্ডকে ন্যাটো ‘উষ্ণতার সঙ্গে স্বাগত জানানো হবে’ এবং দেশটির যোগদান যাতে ‘দ্রুত ও মসৃণ’ হয় তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ন্যাটোতে যোগ দেওয়া বিষয়ে ফিনল্যান্ড যে সিদ্ধান্ত নিয়ে তার প্রতি পূর্ণ সমর্থন করেছেন। 

এই নর্ডিক দেশ দুটি স্নায়ুযুদ্ধের সময়কার নিরপেক্ষতা পরিত্যাগ করে ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিলে তা হবে বিগত কয়েক দশকের মধ্যে ইউরোপীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হবে। 

এদিকে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রেও বেশ বেকায়দায় রয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের আশপাশ থেকে রাশিয়ার সৈন্যদের পশ্চাদপসরণে বাধ্য করেছে। 

 

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড