হোম > বিশ্ব > ইউরোপ

একসঙ্গে ৬ ডোজ টিকা দেওয়া হলো ইতালীয় নারীকে

ঢাকা: এক ইতালীয় নারীকে ভুলবশত ফাইজারের করোনা ভ্যাকসিনের ছয় ডোজ একসঙ্গে দেওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার স্থানীয় সময় সকালে ইতালির তুস্কানির একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। অবশ্য এতে ২৩ বছর বয়সী ওই নারীর শরীরে মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। সোমবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

এ নিয়ে হাসপাতালের মুখপাত্র ড্যানিয়েলা গিয়ানেলি সিএনএনকে বলেন, ভ্যাকসিন দেওয়ার পর তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সতর্কতা হিসেবে তাকে তরল খাদ্য এবং প্রদাহনাশক ও জ্বরের ওষুধ দেওয়া হয়েছিল। তবে এক্ষেত্রে ওই নারীর শরীরে কোনো দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে কি-না তা পর্যবেক্ষণ করা হবে।

গিয়ানেলি জানান, একজন স্বাস্থ্য কর্মী ভ্যাকসিনের একটি বোতলের পুরোটাই সিরিঞ্জে ঢুকিয়ে ওই নারীর দেহে প্রয়োগ করেন। যেখানে ফাইজারের একটি বোতলে ছয় ডোজ থাকে। পরে পাঁচটি খালি সিরিঞ্জ দেখে ওই স্বাস্থ্যকর্মী তাঁর ভুল বুঝতে পারেন।

সিএনএন জানিয়েছে, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট