হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ইউক্রেনে সাইবার হামলা

রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সাইবার হামলার শিকার হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুই ব্যাংকের ওয়েবসাইট। স্থানীয় সময় মঙ্গলবার এই হামলা চালানো হয়। ইউক্রেন সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। 

এ ঘটনার তদন্ত করছে ইউক্রেনের রাষ্ট্রীয় প্রযুক্তিগত নিরাপত্তা ও গোয়েন্দা পরিষেবা সংস্থা স্টেট সার্ভিস অব স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রটেকশন অব ইউক্রেন। সংস্খাটির ডেপুটি চেয়ারম্যান ভিক্টর জোরা সিএনএনকে বলেন, এখনই কাউকে দায়ী করা যাচ্ছে না। 

গত দুই মাস ধরে রাশিয়া-ইউক্রেন সীমান্তে ১ লাখেরও বেশি সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, যেকোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া। 

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি হ্যাক হয়। একই সময়ে রাজধানী কিয়েভের দুই ব্যাংকের ওয়েবসাইটে হামলা চালিয়ে ব্যাংকিং নেটওয়ার্ক বন্ধ করে দেয় হ্যাকাররা। এতে গ্রাহকেরা পড়েন সীমাহীন ভোগান্তিতে।

ন্যাটোর সদস্যপদ লাভের চেষ্টা করছিল ইউক্রেন।  সেজন্য দেশটির ওপর চাপ সৃষ্টির করতেই সীমান্তে সেনা মোতায়েন করেছিল রাশিয়া।  ন্যাটোকে রাশিয়া বরাবরই পাশ্চাত্য শক্তিসমূহের আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে মনে করে। 

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’