হোম > বিশ্ব > ইউরোপ

কিয়েভে রুশ ড্রোন বিধ্বস্ত করেছে ইউক্রেন

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে গতকাল শনিবার বিকেলে একটি রুশ ড্রোন বিধ্বস্ত করার দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। কিয়েভের কর্মকর্তারা ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ড্রোনটি কিয়েভের পোডিল এলাকায় বিধ্বস্ত হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি অনলাইন লাইভের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ড্রোনটি প্রায় তিন কেজি বিস্ফোরক বহন করছিল। এটি বিধ্বস্ত হওয়ার পর চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। 

বিবিসি জানিয়েছে, তারা ড্রোন বিস্ফোরণের ছবিগুলোর ভৌগোলিক অবস্থান যাচাই করেছে। 

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ ১৮তম দিনে গড়িয়েছে। রাজধানী কিয়েভের খুব কাছাকাছি চলে এসেছে রুশ সেনাবহর। যেকোনো সময় কিয়েভে হামলা হতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এরই মধ্যে কিয়েভের কাছে রুশ ড্রোন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেল। 

এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের মেলিতোপোল শহরের নির্বাচিত মেয়র ইভান ফেডোরভকে গত শুক্রবার আটক করেছে রাশিয়া। তাঁর পরিবর্তে সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি গ্যালিনা ড্যানিলচেঙ্কোকে নিয়োগ দেওয়া হয়েছে। 

বিবিসির অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর হামলায় এ পর্যন্ত ইউক্রেনের প্রায় ১ হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া ৫০০ থেকে ৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছেন বলেও দাবি করেছেন তিনি। জেলনস্কি বলেছেন, রুশ সেনারা যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে নিয়ে আত্মসমর্পণ করছেন।

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম