হোম > বিশ্ব > ইউরোপ

শিশুদের স্থূলতা ঠেকাতে জাঙ্ক ফুডের বিজ্ঞাপনে লাগাম টানছে যুক্তরাজ্য

ঢাকা: শিশুদের স্থূলতা ঠেকাতে জাঙ্ক ফুডের বিজ্ঞাপনে লাগাম টানতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাজ্যের চার থেকে পাঁচ বছর বয়সী শিশুদের প্রায় ১০ শতাংশই স্থূলতায় ভুগছে। ১০ থেকে ১১ বছর বয়সীদের মধ্যে এই সংখ্যা বেড়ে ২০ দশমিক ২ শতাংশে  দাঁড়ায়।

সংস্থাটি আরও জানায়, যুক্তরাজ্যে চারজনের মধ্যে একটি শিশুই স্থূলতায় ভুগছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের শেষের দিক থেকে যুক্তরাজ্যের টেলিভিশনগুলোতে উচ্চমাত্রার চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের  বিজ্ঞাপন রাত ৯টার আগে সম্প্রচার করা যাবে না।

যুক্তরাজ্যে জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী জো চার্চিল বলেন, নতুন এই বিধিনিষেধের উদ্দেশ্য হলো শিশুদের ‘অস্বাস্থ্যকর বিজ্ঞাপন’ থেকে রক্ষা করা। 
 
২০১৯ সালের বিজ্ঞাপন বিশ্লেষণ করে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেলগুলোতে সন্ধ্যা  ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত  চলা ৬০ শতাংশই বিজ্ঞাপন ছিল উচ্চমাত্রার চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের। 

তবে যুক্তরাজ্য সরকারের নতুন এই নিয়মে অনলাইনে প্রচারিত সকল জাঙ্ক ফুডের বিজ্ঞাপন বন্ধ করা হবে না। যদিও জাঙ্ক ফুডবিরোধীদের পক্ষ থেকে অনেক দিন থেকেই এই দাবি জানানো হচ্ছে।

প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার ব্রিটেনের পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে খাদ্য বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করছে।

করোনায় অতিরিক্ত ওজনের ব্যক্তিরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় জাঙ্ক ফুডের প্রতি যুক্তরাজ্য সরকার নতুন করে নজর দিয়েছে।  যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও অতিরিক্ত ওজন নিয়ে ভুগেছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর অতিরিক্ত ওজন বেশ ভুগিয়েছিল বলে গত বছর জানিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তবে করোনা থেকে সেরে ওঠার পর ওজন কমিয়েছেন বরিস জনসন।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড