হোম > বিশ্ব > ইউরোপ

স্পেনের ছিটমহলে অনুপ্রবেশের সময় ১৮ জন নিহত

স্পেনের ছিটমহল মেলিলায় অনুপ্রবেশের সময় ১৮ ব্যক্তি নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। প্রতিবেশী দেশ মরক্কোর কর্মকর্তারা বলেছেন, অনুপ্রবেশকারীদের একটি বড় দল সীমান্ত অতিক্রম করার সময় এই হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, অনুপ্রবেশকারীরা সীমান্ত বেড়ার ওপর থেকে পড়ে গিয়ে মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার ভোরে এ ঘটনার পর আহত অনুপ্রবেশকারীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে স্পেন ও মরক্কো কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করার পর এটিই প্রথম বড় ধরনের গণ-অনুপ্রবেশের চেষ্টা। স্পেন পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলের জন্য মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনাকে সমর্থন করার পর সম্পর্কের বরফ গলতে শুরু করে।

স্পেনের কর্মকর্তারা বলছেন, কয়েক শ অভিবাসী বেড়া কেটে ছিটমহলে প্রবেশের চেষ্টা করেছিল। তখন এই দুর্ঘটনা ঘটেছে। বেশির ভাগ অনুপ্রবেশকারীকে ঠেলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার পরও অন্তত ১০০ অনুপ্রবেশকারী ভেতরে প্রবেশ করেছে।

মেলিলা ও সেউতা আরেকটি স্প্যানিশ ছিটমহল। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী বেশির ভাগ সাব-সাহারার অভিবাসীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ইউরোপে প্রবেশ করতে চাওয়া অভিবাসীদের কাছে গত কয়েক বছর ধরে মেলিলা এবং আরেকটি স্প্যানিশ ছিটমহল সেউতা প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা