রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নবম দিনে রুশ সেনাদের হামলায় ইউক্রেনের সবচেয়ে বড় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তীব্র গোলাগুলির পর ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রুশ সেনাবাহিনী। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।
এক টুইট বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ এই হামলার নিন্দা জানান। তিনি বলেন, ‘রাশিয়াকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে।’
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে, সে বিষয়ে জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।
পুতিনের বেপরোয়া পদক্ষেপ এখন সমগ্র ইউরোপের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডোমিনিক রাব বিবিসিকে বলেছেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার এই বেপরোয়া হামলাকে আন্তর্জাতিক সম্প্রদায়কে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে।