হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়া থেকে গ্যাস নেবে না বাল্টিক দেশগুলো 

বাল্টিক দেশগুলো আর রাশিয়া থেকে গ্যাস আমদানি করবে না বলে জানিয়েছে। বাল্টিকভুক্ত দেশ লাটভিয়া জানিয়েছে, বাল্টিক দেশগুলো রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করবে না। কারণ হিসেবে জানিয়েছে, ইউরোপীয় দেশগুলো ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমানোর চেষ্টা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

লাটভিয়ার প্রাকৃতিক গ্যাস স্টোরেজ পরিচালনাকারী প্রতিষ্ঠান কনেক্সাস বাল্টিক গ্রিডের সিইও উলদিস বারিস শনিবার বলেন, ‘রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে আমাদের আর কোনো আস্থা নেই। বর্তমান ঘটনাগুলো আমাদের স্পষ্টভাবে দেখায় যে রাশিয়ার ওপর কোনো আস্থা রাখা উচিত নয়।’ 

লাটভিয়া রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে উলদিস বারিস আরও বলেন, ‘১ এপ্রিল থেকে লাটভিয়া, এস্তোনিয়া ও লিথুয়ানিয়া রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আর আমদানি করছে না। বাল্টিক দেশগুলো বর্তমানে লাটভিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের মজুত থেকে নিজেদের জ্বালানি চাহিদা মেটাচ্ছে।’ 

এদিকে, নজিরবিহীন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি বেশ বড় ধরনের ধাক্কা খেয়েছে। সেই ধাক্কা সামলাতেই পুতিন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে এই বলে সতর্ক করেছিলেন, যেসব দেশ রাশিয়ার বন্ধুরাষ্ট্র নয়, তারা রাশিয়া থেকে গ্যাস কিনতে চাইলে লেনদেন করতে হবে রুবলে। 

পুতিন বৃহস্পতিবার আরও জানিয়েছিলে, রুবলে লেনদেন না করা হলে বিদ্যমান চুক্তিগুলো বাতিল হয়ে যাবে।

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান