হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার দখলে থাকা ৪ সমুদ্রবন্দর বন্ধ ঘোষণা করল ইউক্রেন

রাশিয়ার নিয়ন্ত্রণে থাকায় ৪টি সমুদ্রবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে ইউক্রেন। কৃষ্ণ সাগর ও আজভ সাগর তীরবর্তী এই সমুদ্রবন্দরগুলো বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজভ সাগর তীরবর্তী বন্দর মারিউপোল, বার্দিয়ানস্ক এবং স্কাদোভস্ক এবং কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর খেরসনের ‘নিয়ন্ত্রণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত’ বন্ধ করে দেওয়া হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘এসব বন্দরে আগত জাহাজ ও যাত্রীদের পরিষেবা প্রদান, পণ্য পরিবহন এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, নেভিগেশনের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের কারণে ইউক্রেন তাদের সবগুলো সমুদ্রবন্দরের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। কারণ, এই যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সমুদ্রবন্দরগুলো হয় দখল করে নিয়েছে নয়তো অবরোধ করে রেখেছে। 

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, কৃষ্ণ সাগরের জাহাজ চলাচলের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণের কারণে ইউক্রেনের কয়েক মিলিয়ন টন শস্য নষ্ট হতে পারে। যার ফলে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকায় খাদ্য সংকট ত্বরান্বিত হতে পারে।

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন