হোম > বিশ্ব > ইউরোপ

ওমিক্রনের আশঙ্কায় বড়দিনকে ঘিরে কঠোর লকডাউনে নেদারল্যান্ডস

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যে বড়দিনকে কেন্দ্র করে কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। আজ থেকে শুরু হওয়া এই লকডাউন অন্তত ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। ‘অনিবার্য’ উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট এ সিদ্ধান্ত নিয়েছেন। 

কঠোর লকডাউন চলাকালে অপ্রয়োজনীয় দোকান, বার, জিম, সেলুন এবং অন্যান্য জনসমাগমের স্থান বন্ধ থাকবে। সচরাচর ১৩ বছরের বেশি বয়সী দুজন; ২৪ থেকে ২৬ ডিসেম্বর এবং নববর্ষের আগের দিন ও নববর্ষের দিন চারজনকে দাওয়াত দেওয়া হবে। এক দিনে এর বেশি অতিথিকে কোনো পরিবারে আসার অনুমতি দেওয়া যাবে না। অন্ত্যেষ্টিক্রিয়া, সাপ্তাহিক বাজারের মুদি পণ্য বিক্রি এবং পেশাদার ক্রীড়া ম্যাচ ছাড়া অন্য সব অনুষ্ঠান বন্ধ থাকবে। রেস্তোরাঁ থেকে খাবার বাসায় নিয়ে যাওয়া যাবে। স্কুল বন্ধ থাকবে কমপক্ষে ৯ জানুয়ারি পর্যন্ত। 

ওমিক্রন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইউরোপের দেশগুলোতে বিধিনিষেধ আরও কঠোর হচ্ছে। নেদারল্যান্ডসের লকডাউন উপলক্ষে দেওয়া ধারাগুলো ওমিক্রন রোধে এখন পর্যন্ত ঘোষণা করা সবচেয়ে কঠোর বিধি বলেও জানা যাচ্ছে। 

প্রধানমন্ত্রী রুট গতকাল শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আজ বিষণ্ন মেজাজে এখানে দাঁড়িয়ে আছি। যাঁরা আমাকে দেখছেন তাঁরাও হয়তো এমনই অনুভব করবেন।’ কঠোর লকডাউন ঘোষণা বিষয়ে তিনি বলেন, ‘এক বাক্যে সংক্ষেপে বলতে গেলে, নেদারল্যান্ডস আগামীকাল থেকে লকডাউনে ফিরে যাবে। 

প্রসঙ্গত, ডাচ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথের তথ্য অনুসারে এখন পর্যন্ত দেশটির ২৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০ হাজারের বেশি মানুষ। এই আক্রান্ত ও মৃত্যুর পেছনে ওমিক্রন খুব বেশি দায়ী না হলেও ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়িয়ে পড়ায় বেশি শঙ্কা সৃষ্টি হয়েছে। তাই সংক্রমণ গুরুতর আকার ধারণ করা থেকে বাঁচতে ক্রিসমাসের ঠিক এক সপ্তাহ আগে মার্ক রুট এ সিদ্ধান্ত দিলেন। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট