ইউক্রেনের একটি শহরে তুমুল গোলাগুলির ভিডিও প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ইউক্রেন সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে ইউক্রেন সেনাবাহিনীর তুমুল যুদ্ধ হয়েছে। শহরটি ইউক্রেনের একটি অঞ্চলের রাজধানী। এটি রুশ সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।
তিনি আরো বলেন, নিকটবর্তী কোনটপ শহরটি এখন ঘেরাও রয়েছে।