হোম > বিশ্ব > ইউরোপ

তালেবানদের আফগানিস্তান দখল বন্ধ করা উচিত: এরদোয়ান

বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবানদের আফগানিস্তান দখল করা বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ সোমবার উত্তর সাইপ্রাস ভ্রমণের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, তালেবানদের অবশ্যই তাদের ভাইদের মাটি দখল বন্ধ করতে হবে এবং বিশ্বকে দেখাতে হবে যে বর্তমানে আফগানিস্তানে শান্তি বিরাজ করছে। তালেবানরা যা করছে তা একজন মুসলমানের সঙ্গে অন্য মুসলমানের মানায় না।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবানরা। এরপর দীর্ঘ ২০ বছর যাবৎ তারা আর ক্ষমতায় আসতে পারেনি। মূলত দেশটিতে মার্কিন বাহিনীসহ সামরিক জোট ন্যাটোর উপস্থিতির কারণে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী, গত মে মাস থেকে আফগানিস্তান ত্যাগ করতে শুরু করেছে বিদেশি সেনারা। আগামী ৩১ আগস্টের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। এরই মধ্যে বেশ কয়েকটি ন্যাটোভুক্ত দেশ তাদের সেনা শতভাগ সরিয়ে নিয়েছে। তবে তুরস্ক চাইছে ন্যাটো সেনা প্রত্যাহার করলেও কাবুলের বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকতে।

এ নিয়ে গত সপ্তাহে তালেবানদের পক্ষ থেকে তুরস্ককে সতর্ক করে বলা হয়, আফগান থেকে মার্কিন সৈন্য চলে যাওয়ার পর যেন তুরস্কের একজন সৈন্যও সেখানে না থাকে। তুরস্ক চাইলেও তাদের সেনাদের আফগানে রাখার কোনো সুযোগ নেই। এটা অবিবেচকের মতো কাজ হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও