হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার অস্ত্র চাওয়ার কথা ‘অস্বীকার’ করল চীন

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ দুই সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র অভিযোগ করে বলেছে, চীনের কাছে ড্রোন ও সামরিক সহায়তা চেয়েছে চীন। তবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গু বলেছেন, ‘এমনটি আমি কখনো শুনিনি।’ মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

এদিকে চীনের কাছে রাশিয়ার অস্ত্র ও আর্থিক সহায়তা চাওয়া-সংক্রান্ত একই ধরনের খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, ফিন্যান্সিয়াল টাইমস, মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং বার্তা সংস্থা রয়টার্স। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গু। তিনি বলেন, ‘ইউক্রেনের পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে। চীন ইউক্রেনকে মানবিক সহায়তা প্রদান করছে এবং এ সহায়তা চালিয়ে যাবে।’ 

লিউ আরও বলেন, ‘এখন আমাদের অগ্রাধিকারভিত্তিতে যা করা দরকার তা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া রোধ করা।’ চীন সবাইকে সর্বোচ্চ সংযম দেখানোর এবং মানবিক সংকট প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে বলেও লিউ মন্তব্য করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জাম সরবরাহের জন্য বেইজিংকে অনুরোধ করে আসছে রাশিয়া। তবে কী ধরনের সরঞ্জাম সরবরাহের অনুরোধ করেছে রাশিয়া তা ওই কর্মকর্তা বলেননি। 

অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বলেছে, চীনের কাছে অর্থনৈতিক সহায়তাও চেয়েছে রাশিয়া। মূলত পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব কাটাতেই মস্কো এ সহায়তা চেয়েছে বলে মনে করছে ওয়াশিংটন। 

বিবিসি আরও লিখেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান আজ সোমবার রোমে চীনা পররাষ্ট্র নীতির শীর্ষ কর্মকর্তা ইয়াং জিচির সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। 

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত