হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার অস্ত্র চাওয়ার কথা ‘অস্বীকার’ করল চীন

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ দুই সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র অভিযোগ করে বলেছে, চীনের কাছে ড্রোন ও সামরিক সহায়তা চেয়েছে চীন। তবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গু বলেছেন, ‘এমনটি আমি কখনো শুনিনি।’ মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

এদিকে চীনের কাছে রাশিয়ার অস্ত্র ও আর্থিক সহায়তা চাওয়া-সংক্রান্ত একই ধরনের খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, ফিন্যান্সিয়াল টাইমস, মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং বার্তা সংস্থা রয়টার্স। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গু। তিনি বলেন, ‘ইউক্রেনের পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে। চীন ইউক্রেনকে মানবিক সহায়তা প্রদান করছে এবং এ সহায়তা চালিয়ে যাবে।’ 

লিউ আরও বলেন, ‘এখন আমাদের অগ্রাধিকারভিত্তিতে যা করা দরকার তা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া রোধ করা।’ চীন সবাইকে সর্বোচ্চ সংযম দেখানোর এবং মানবিক সংকট প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে বলেও লিউ মন্তব্য করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জাম সরবরাহের জন্য বেইজিংকে অনুরোধ করে আসছে রাশিয়া। তবে কী ধরনের সরঞ্জাম সরবরাহের অনুরোধ করেছে রাশিয়া তা ওই কর্মকর্তা বলেননি। 

অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বলেছে, চীনের কাছে অর্থনৈতিক সহায়তাও চেয়েছে রাশিয়া। মূলত পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব কাটাতেই মস্কো এ সহায়তা চেয়েছে বলে মনে করছে ওয়াশিংটন। 

বিবিসি আরও লিখেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান আজ সোমবার রোমে চীনা পররাষ্ট্র নীতির শীর্ষ কর্মকর্তা ইয়াং জিচির সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। 

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান