হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় যোগ দিতে পারে দনেৎস্ক-লুহানস্ক

রাশিয়ায় যোগদানের বিষয়টি বিবেচনা করবে ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত বিচ্ছিন্নতাবাদী স্বঘোষিত দনেৎস্ক রিপাবলিক ও লুহানস্ক। তবে তাঁর আগে অঞ্চলটির পরিপূর্ণ স্বাধীনতার প্রয়োজন। রাশিয়া সমর্থিত পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দনেৎস্কের নেতা দানিশ পুশিলিন এ কথা জানিয়েছেন। মঙ্গলবার দনেৎস্কের স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দনেৎস্ক নিউজ এজেন্সি বলছে, ‘তাঁরা (দনেৎস্ক রিপাবলিক) ২০১৪ সাল থেকেই রাশিয়ান ফেডারেশনে যোগদানে ইচ্ছুক এবং আকাঙ্ক্ষা লালন করছেন।’ 

তবে পুশিলিন বলেছেন, ‘তবে এখন মূল কাজ হচ্ছে প্রজাতন্ত্রের যে সাংবিধানিক সীমানা ঘোষণা করা হয়েছে তার ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করা। তার পরের করণীয় আমরা ভবিষ্যতে নির্ধারণ করব।’ 

রাশিয়া সমর্থিত পূর্ব ইউক্রেনের আরেক বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল লুহানস্কের নেতৃবৃন্দ—রাশিয়ায় যোগদানের বিষয়ে গণভোট হতে পারে বলে মন্তব্য করার দুই দিন পরই এই মন্তব্য এল।

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোতে যোগ দেবে না বলে রাশিয়াকে জানিয়েছে ইউক্রেন। এদিকে চেরিনিভ এবং রাজধানী কিয়েভের কাছে সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমানো হবে বলে ইউক্রেনকে প্রতিশ্রুতি জানিয়েছে রাশিয়া। 

মঙ্গলবার তুরস্কে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য ডেভিড আরাখামিয়া বলেন, নিরাপত্তা গ্যারান্টি কাজ করলে ইউক্রেন নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে। 

ইউক্রেনের প্রতিনিধি দলের আরেক সদস্য আলেক্সান্ডার চ্যালি বলেন, ইউক্রেন ‘কোনো সামরিক-রাজনৈতিক জোটে’ যোগ দেবে না। 

এদিকে রাশিয়া জানিয়েছে, সেনা তৎপরতা কমানো মানে যুদ্ধবিরতি নয়। 

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম